www.banasree.com
আমার জানা মতে অনেক মানে আসলেই অনেক ব্লগারের বাস এই ঢাকার
রামপুরা বনশ্রীতে ।
মিডিয়াতে কাজ করার সুবাদে বলুন আর কুবাদে বলুন রাত বিরাতে বাসায় ফিরতে হয় প্রায়শ। হঠাৎ করে সিদ্ধানত নিলাম রামপুরা বনশ্রীতে বাসা নিব । অফিসটা কাছে হবে আর ভবিষ্যত বংশধরদের ভালো জায়গায় বেড়ে উঠার নিশ্চয়তা দিতে পারবো। যেই কথা সেই কাজ ।
বাসা নিয়া ফেললাম ।
গতকাল রামপুরা বনশ্রীতে প্রথম দিনই টিস্যু পেপারের স্মরনাপন্ন হতে হলো।
খাবার জন্য ৫ লিটারের পানির বোতল কিনে আনলাম। রাত গড়িয়ে সকাল।
আবারও সেই টিস্যু পেপারের স্মরনাপন্ন হওয়া।
বিরক্ত হয়ে বাড়িওয়ালাকে জিগ্গেস করলাম পানির এ কি অবস্থা ?ইহার কি সমাধান নাই । উত্তরে উনি বল্লেন .কালকেওতো পানি ছিলো আজকে যে কেনো নাই?
অবশেষে উনি গার্ডকে পানি ছাড়তে বল্লেন।
যাহোক কৌশলে গার্ডের কাছে থেকেই জানলাম ইহা WASA র শুধু সমস্যা না, উনারও সমস্যা। একদিকে WASA সাপ্লাই দিতে পারছেনা অন্যদিকে উনি নিজের জন্য রেখে তবেই অন্যদের দিচ্ছেন।
এতো গেলো পানির সমস্যা ।
আজ সকালে নাস্তা করে বু্য়া যখন দুপুরের রান্না করতে গেলো তার কিছুক্খন পরে সে চিৎকার দিয়ে বললো গ্যাস নাই ...গ্যাস নাই..
বিরক্ত হয়ে বাড়িওয়ালাকে আবার জিগ্গেস করতে গেলাম ............
উত্তরে উনি বল্লেন ........ঢাকা শহরে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকেনা জানেন না?
মনের দু:খে আপনাদের অতি উপকারি এই পোস্টা লিখলাম পাউরুটি খেয়ে
।
কেউ যদি রামপুরা বনশ্রীতে বাসা নিতে চান দয়া করে রামপুরা বনশ্রীর বেহাল দশা সম্পর্কে জেনে শুনেই এই এলাকাই আসবেন আশাকরি
বাসা নিলে ভেবে চিন্তে নিবেন।
আমার উচিত ছিলো রামপুরা বনশ্রী লিখে সামুতে সার্চ দেয়া
Click This Link
অনেকের প্রশ্ন জাগতে পারে আমার বাসা ভাড়া নিয়ে..
নীচে দিলাম
আয়তন:১৬৫০+ স্কয়ার ফিট
৩ বেড
দক্খিনমূখী
ভাড়া: ২০,০০০
ইলেক্ট্রিসিটি চার্য আলাদা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।