ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............
রাত তখন বেশ ঘন। সেই রাতের চাঁদের নিচে লোকটা একেবারে একলা বসে আছে।
দূরের একটা শহর ঘেরাও করে জেগে থাকা দেয়ালে হঠাৎ চোখ পড়লে সে এগিয়ে যেতে লাগল। শহরটার বেশ কাছাকাছি এসে কান পাতল। সারা শহরজুড়ে আনন্দের বন্যা।
কেউ উৎফুল্ল পায়ে হেঁটে বেড়াচ্ছে, বীণার মিঠা ঝংকার আর হাসির উচ্ছাস সব একাকার হয়ে ছড়ায়ে যাচ্ছে দিকে দিকে।
শহরের প্রবেশের বিশাল দরজায় বেশ জোরে টোকা দিলে, দাররক্ষীদের একজন এসে দরজা খুলল। তার চোখের সামনে তখন মর্মরের প্রাসাদতুল্য এক দালান। প্রকাণ্ড মর্মরের খামগুলোতে ফুলেরা মালার মতোন জড়ায়ে আছে। বাইরে ও ভিতরে বিশাল বিশাল সব মশাল জ্বলছে।
লোকটা এবার ধীরপায়ে সেই বাড়িতে ঢুকে পড়ল।
জহরত আর পান্নায় মোড়ানো বিশাল দু'টো দরবার হল পার হয়ে সে পৌঁছল খাওয়ার ঘরে। এখানে এসে দেখল গাঢ় লাল রঙের এক লোক আরাম করে শুয়ে আছে । তার চুলের এখানে সেখানে লাল গোলাপ আঁটা। মদের লাল রঙে তার ঠোঁটের সবটুকু রাঙা হয়ে আছে।
ধীরপায়ে রাঙা লোকটার ঠিক পিছনে গিয়ে সে থামল। তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, 'এমন জীবন কেন তোমার?' রাঙা যুবকটি ফিরে তাকাল। প্রশ্ণকর্তাকে চিনতে পেরে বলল, ' আমি একসময় কুষ্ঠরোগে পড়েছিলাম, তুমিইতো আমাকে সুস্হ করেছ। আমি অন্য কীভাবে দিন পার করব, বল?
উত্তর না দিয়ে সে রাঙা যুবকের বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এল।
খানিক পরে একটা মেয়ে তার নজরে এল।
মেয়েটার মুখ আর সারা গা নানান রঙে রঙিন। পায়ের জুতায় মুক্তোর দানা। তার পিছন পিছন এক শিকারী ছুটছে। শিকারী এক নবীন, উদ্দাম যুবক। পরনে দুই রঙের কাপড়।
মেয়েটার মুখ সুকোমল মূর্তির মতোন শোভা পাচ্ছে আর পিছনের যুবকটার চোখে মুখে গাঢ় কামনার ঝিলিক।
যুবকটার হাত চেপে ধরে জিজ্ঞেস করল, ' মেয়েটাকে এত তীব্র কামনার চোখে
গিলতে চাইছ কেন?' শিকারী যুবকটি তাকে চিনতে পারল। 'আমি তো ছিলাম অন্ধ। আমার চোখ তুমিই ফিরায়ে দিয়েছ। অন্য কী দেখতে আমি চোখ মেলব, বল শুনি?'
কোন উত্তর না করে সে এগিয়ে গেল মেয়েটির দিকে।
'এই পাপের পথে না হাঁটলে কি তোমার চলত না?' মেয়েটিও তাকে চিনে ফেলল। উত্তরে বলল,'মাফ চাইলে তো তুমি আমার পাপগুলো মুছে দাও। তাই যত খুশি আনন্দ করে যাচ্ছি। '
এরপর চুপচাপ সে শহর ছেড়ে বাইরে এল। সেখানে মহাসড়কের পাশে বসে একটা লোক অবিরাম কাঁদছে।
লোকটার লম্বা লম্বা চুলে সে ধীরে হাত রাখল। 'কাঁদছ কেন?'
লম্বাচুলের মানুষটি চোখ তুলে তাকাল। প্রশ্ণকারীকে চিনতে পেরে ভেজা গলায় জানাল, 'আমি মরে গিয়ে বেঁচে গিয়েছিলাম। আমার জীবন তুমি ফিরায়ে দিয়েছ। এখন জীবন নিয়ে কান্না ছাড়া আমার আর করার কিছু নাই।
'
ছবি: 'ফরগিভেন' , শিল্পী: টমাস ব্ল্যাকশিয়ার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।