আমাদের কথা খুঁজে নিন

   

পুরুষ মানুষ হচ্ছে সৃষ্টির সবচেয়ে রহস্যময় প্রানী .. আবার দুর্ভাগাও বটে.... জোকস কিন্তু জোকস না

মাঝে মাঝে...জীবনটাকে অন্যভাবে দেখতে চাই...

গাধাকে সৃষ্টি করার পরে তাকে বলা হল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে। সারাজীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে। খেতে পাবে শুধু ঘাস, আর তার মাথায় কোন বুদ্ধি থাকবে না। তার আয়ু হবে ৫০ বছর। গাধা করজোরে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাচতে চাই না, আমাকে ২০ বছর আয়ু দেয়া হোক।

সৃষ্টিকর্তা সেটাই মন্জুর করলেন। কুকুরকে যখন সৃষ্টি করা হল তখন বলা হল, সে হবে মানুষের সবচেয়ে পরম বন্ধু। কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট। এবং তার আয়ু হবে ৩০ বছর। কুকুর সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাচতে চাই না।

আমাকে ১৫বছর আয়ু দেয়া হোক। সেটাই মন্জুর করা হল। এরপর বানর। বানরকে বলা হল তুমি শুধু গাছের এডাল থেকে ওডালে ঝোল খাবে এবং নানারকম ফনদি ফিকির করে মানুষকে আনন্দ দিবে। তোমার আয়ু হবে ২০ বছর।

বানর বলল, আমি ২০ বছর বাচতে চাই না, আমাকে ১০বছর দেয়া হোক। সেটাই মন্জুর করা হল। এবার এল পুরুষ মানুষের পালা। তাকে বলা হল, তুমি হলে প্রাণীকূলের মধ্যে সবচেয়ে বিচক্ষন এবং বুদ্ধিমান। সেজন্য তোমাকে প্রানীদের শিরমনি করা হল।

এবং তোমার আয়ু হবে ২০বছর। তখন পুরুষ মানুষ বলল, হে প্রভু ২০ বছর আয়ু অত্যন্ত কম। আমাকে ঐ যে গাধার যে ৩০বছর আয়ু সে চায়নি সেটা আমাকে দেয়া হোক, ঐ যে কুকুর ১৫বছর ফিরিয়ে দিয়ে ছিল সেটাও আমাকে দেয়া হোক, আর যে বানর ১০বছর নেয়নি সেটাও আমাকে দেয়া হোক। ২০বছর অত্যন্ত কম, আমি দীর্ঘদিন বাচতে চাই। সৃষ্টিকর্তা সেটাও মন্জুর করলেন।

তারপর.. সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাচে ২০ বছর, তার পরের ৩০ বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায়, ... গাধার মত। তার পরের ১৫বছর সে তার ছেলে মেয়েরা যা দেয় তা দিয়ে ঠিক কুকুরের মত উচ্ছিষ্ট খেয়ে বাচে। আর তারপরে বৃদ্ধ বয়েসে! ঠিক বানরের মত। যেমন গাছের এডাল থেকে ওডাল ঝুল খায়, তেমনি এছেলের বাড়ি থেকে ও ছেলের বাড়ি কিংবা বৃদ্ধাশ্রম আর নানান রকম ফন্দিফিকির করে তার নাতি নাতনিদের আনন্দ দেয়ার চেষ্টা করে। হা: হা: হা: ...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.