আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! আজ আমরা কয়েকজন মিলে প্রয়াত নায়ক সালমান শাহ এর বাসায় গিয়েছিলাম। সিলেট নগরীর দাড়িয়াপারা এলাকায় সালমান ভবন। বাসায় ঢুকতেই বুকের ভেতরটা মুচর মেরে উঠল। এই সেই সালমান- সারা বাংলার মানুষ যার অভিনয় দেখে একসময় হেসেছে, কেঁদেছে । আমার এখনো মনে আছে ছোট বেলায় সালমানের ছবি যেদিন দিত বাসার সবাই সব ভুলে বিটিভি ছেড়ে বসতাম। পাশের বাসার এক আন্টি বলল-পোলাডা কতো সুন্দর। এ কথা নিয়ে আন্টি আর আংকেল কতো ঝামেলা। বাকী টুকু এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।