আমাদের কথা খুঁজে নিন

   

কালো পিচ ডালা রাজপথে কখনো যাইনি যোগ দিতে

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে কালো পিচ ডালা রাজপথে কখনো যাইনি যোগ দিতে কোন দাবিতে মিছিলে মিছিলে তুলিনি কন্ঠে শ্লোগান এইতো প্রথম এইতো প্রথম আমার এইতো প্রথম এ দেশ থেকে ওঠে যাক ওঠে যাক ওঠে যাক বৃদ্বাশ্রম বৃদ্বাশ্রম ওঠে যাক বৃদ্বাশ্রম। নদী মাতৃক দেশের মানুষ কেউ প্রেমহীন নয় একাত্তরে পাওনী কিগো সেই পরিচয় লাক্ষো শহিদের কবরের পরে বৃদ্বাশ্রম তৈরি করে লুটিয়ে দিতে চাইবো কেন তাদেরই সমভ্রম। এইতো প্রথম এইতো প্রথম আমার এইতো প্রথম এ দেশ থেকে ওঠে যাক ওঠে যাক ওঠে যাক বৃদ্বাশ্রম বৃদ্বাশ্রম ওঠে যাক বৃদ্বাশ্রম। এখানে সেখানে কখনো কোথাও অনাচার কিছু হয় তাতে সন্তান নামে কুলাঙ্গারের মাথাটাই নিচু হয় ম্লান হয়ে যায় কিছু বাবা-মার সকল পরিশ্রম সুখ শান্তির আশ্রম হবে সন্তান এরই বুক পুত্র গোরবে সব বাবা-মা মরনে ও পাবে সুখ। শত বাবা-মা বাংঙ্গালীর ঘরে শ্রদ্বার এক সর্গ গড়ে রেখেছে তাদের বরনীয় করে জানিয়ে স্বাগতম। এইতো প্রথম এইতো প্রথম আমার এইতো প্রথম এ দেশ থেকে ওঠে যাক ওঠে যাক ওঠে যাক বৃদ্বাশ্রম বৃদ্বাশ্রম ওঠে যাক বৃদ্বাশ্রম। ইতি তোমার ভালবাসার ভিখারী ফেরারী মামুন খাঁন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.