আমি একজন নিরিহ মানুষ
তাহমীদ আবরার
টগবগে এক তরুণী ভরা যৌবন নিয়ে দু’ঠোটে পিত রঙের লিপষ্টিক
মাথায় স্বর্নালী মুকুট অচেনা বন্দরে প্রেমের কুহকে তোমায়
মায়ার সুর ধ্বনিতে জোসনার পুকুরে কুন্তল ছেয়ে ডাকবে
অনন্ত সৌরভ ছোঁয়া চুমুতে ধন্য করতে
তোমার জীবন ও যৌবন কে
তাহলেই তোমার কপালে চুমু খেয়ে ঠিক
একটি কালো দাগ একে দিবে। যে দাগ তোমাকে
নিয়ে যাবে অন্ধকার গাঢ় অন্ধকারে!
সেখানে পাবে আঁধারঙকিত কিছু পথ যে পথ থেকে
ফিরতে কাল থেকে কালান্তর লেগে যেতে পারে।
তুমি হয়ে যাবে ভুল পথগামী চিরন্তন
আলোভ্রষ্ট পথিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।