আমি একজন প্রফেশনাল ফ্রীল্যান্সার। ফ্রীলান্সিং কি?
ফ্রীল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। নিজের ইচ্ছে এবং সময় মত কোন বাউন্ড ছাড়া কাজ করাকেই ফ্রীল্যান্সিং বলে।
ফ্রীল্যান্সিং কাজের যোগ্যতাঃ যোগ্যতা ছাড়া ফ্রীল্যান্সিং করা যায়না। ফ্রীল্যান্সিং করার জন্য আপনাকে নির্দিষ্ট কোন বিষয়ে দক্ষ হতে হবে এবং অনলাইন মার্কেট প্লেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
অবশ্যই প্রচুর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। কাজের প্রতি আন্তরিক এবং ইংরেজী লিখতে ও পড়তে এবং মোটামুটিভাবে বুঝতে পারতে হবে। ক্লিক মারা কখনই ফ্রীল্যান্সিং নয়। বরং ওটা একটা চরম ভন্ডামি ব্যাবসা।
আয় রোজগারঃ
বাংলাদেশে বর্তমানে একজন ফ্রীল্যান্সার গড়ে প্রতি মাসে ৫,০০০৳( পাঁচ হাজার)টাকা থেকে ১,০০,০০০৳(এক লক্ষ) টাকা পর্যন্ত এমনকি কেউ কেউ এর চেয়েও বেশি আয় করছেন।
ফ্রীল্যান্সিং এর সম্ভাবনাময় কয়েকটি কাজঃ
অনলাইন মার্কেট প্লেস গুলোতে যেসব কাজ এর চাহিদা এবং পেমেন্ট বেশি পাওয়া যায় সেগুলো হচ্ছেঃ
#ওয়েব ডিজাইন এন্ড ডিভেলপমেন্টঃ
#ওয়ার্ডপ্রেস সিএমএস ।
#জুমলা।
#সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
#সার্চ ইঞ্জিন মার্কেটিং (এসইএম)
#গ্রাফিক্স ডিজাইনঃ
#লোগো ডিজাইন।
#বেনার ডিজাইন।
#টেম্পলেট ডিজাইন ইত্যাদি।
এছাড়াও ডাটা এন্ট্রিসহ নানা ধরণের কাজ পাওয়া যায়।
কোথায় শিখবেন?
ফ্রীল্যান্সিং কাজের জন্য প্রশিক্ষণ প্রদানকারী অনেক গুলো প্রতিষ্ঠান রয়েছে।
তার মধ্যে কোডেস্ক টেকনোলজী ইন্সটিটিউট (সিটিআই) অন্যতম।
বর্তমানে কোডেস্ক টেকনোলজী ইন্সটিটিউট এ চালু আছে প্রফেশনাল ফ্রীল্যান্সিং প্যাকেজ কোর্স
এই কোর্সে শেখানো হবেঃ
##Web Design & Development.
##HTML
##CSS
##javascript
##PHP
##Mysql
##Wordpress
##Joomla
##SEO
##SEM
##Photoshop
##Illustrator
##Logo Design
##Template Design
##Banner Design
##Special Web Design Project.
##Adsense Uses Concept.
##Affiliated Marketing Concept.
##Odesk Special working Concept.
যদি আপনি প্রফেশনাল ফ্রীল্যান্সার হতে চান তবে একসাথে অথবা পর্যায়ক্রমে এই কোর্স গুলো করে ফেলুন।
বিস্তারিত জানতে কল করুন ০১৬১১৭৮৫৩৬৩ এই নাম্বারে।
অথবা মেইল করুনঃ এ।
Visit our Websiteঃ www.codesktechnology.com
পুরো লেখাটি পড়ুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।