আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রীল্যান্সিং এ আমার প্রথম ইনকাম ৩ ঘন্টায় $৩০০ । ফ্রীল্যান্সিং নিয়ে একটি স্মৃতিচারণ মূলক পোস্ট।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

আমার ডেস্কের ঠিক বামের ডেস্কেই সাইদুর রহমান বিজন ভাই কাজ করছে। মাঝে মাঝেই আমি তার দিকে তাকাচ্ছি। দেখি উনি কমপিউটারে কি যেনো একটা করছে। একটু ঝুঁকে দেখতে চাইলে উনি উনার LCD মনিটরটা অন্যদিকে সরিয়ে দিসে।

একটু সন্দেহ লাগলো ভাব ধরলাম নিমগ্নচিত্তে কাজ করছি। এভাবে প্রায় ৩০ মিনিট পার করলাম। হঠাৎ বিজন ভাইয়ের ফোন আসলো। আমিও যেনো এ সময়টার অপেক্ষায় ছিলাম। লাফ দিয়ে উনার ডেস্কের সামনে গেলাম।

মনটরে গেটএফ্রীল্যান্সার সাইট ওপেন করা আমি গুগলে সার্চ দিয়ে সাইটটা বুকমার্কড করে রাখলাম। রাত্রে বাসায় এসে দেখি। রেজিস্ট্রেশান করে ফেললাম। অফিস থেকে বাসায় এসেই বিভিন্ন কাজে বিড করি। কিন্তু কোন রিপ্লে না পেয়ে কিছুটা হতাশ হলাম।

৩ দিনের মাথায় এক ক্লায়েন্ট মেসেজ দিলো। খুশীতে আত্নহারা হয়ে স্টার এ কাচ্চি খেলাম। নিশ্চিত হলাম ঠিক লাইনেই আছি। আজ হোক বা কাল হোক কাজ আমি পাবো। ৭ দিনের মাথায় শুক্রবার সকালে আরেক ক্লায়েন্ট মেসেজ পাঠালো।

সে জানালো আমাকে $২০ দিতে রাজি আছে যদি আমার তার সাইটের ৫ টা পেইজের html ভ্যালিড করে দিতে পারি। রাজি হলাম। সে বললো Cpanel ইনফরমেশান দিচ্ছি এখনি যেনো শুরু করি। তাতেও আমি হ্যাঁ বললাম। অপেক্ষা করছি।

নিজের ভিতর কিছুটা উদ্বেগও যেনো কাজ করছি। বার বার ঐ পেইজটা রিফ্রেশ দিচ্ছি আমাকে জয়ী ঘোষণা করছে কিনা দেখার জন্য। কিছুক্ষণ পর দেখলাম সে অন্য আরেক জনকে কাজটা দিয়া দিসে রাগে, ক্ষোভে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম। হতাশায় ভাবলাম আর কোন বিডই করবোনা। আবার ভাবলাম যে বিডগুলো জমা আছে সেগুলো এখনি শেষ করে দিবো।

ফলে যত নতুন প্রজেক্ট ওপেন আমি সাথে সাথেই বিড করি। একসময় OrangeHRM এর উপর একটা প্রজেক্ট আসে। ক্লায়েন্ট সেটার ইন্সলেশান এবং কিছু কাস্টোমাইজেশান চায়। আমি OrangeHRM সম্পর্কে মোটেও কিছু জানিনা। তবুও $৩০০ দিয়া বিড করলাম।

কি জানি কি ক্লায়েন্ট আমাকে কোন মেসেজ না দিয়েই জয়ী ঘোষণা করলো সাথে সাথেই। আমি বিড করার বড়জোড় ৫ মিনিট পরেই। আমিও প্রজেক্ট টা এ্যাক্সেপ্ট করলাম। গুগলে সার্চ দিলাম কেমন OrangeHRM ইনস্টল করা যায়। ইউটিউবের একটা ভিডিও পাইলাম।

সেটা দেখলাম এবং বুঝলাম। কিন্তু স্লো ইন্টারনেটের জন্য OrangeHRM এর সার্ভারের সাথেই কানেক্ট হতে পারলামনা ডাউনলোডের জন্য। শেষে মিজান ভাইরে ধরলাম ডাউনলোড করে দিতে। উনি ডাউনলোড করে আমাকে জিমেইলে মেইলো করলো। সেখান থেকে ডাউনলোড করে প্রথমে লোকালি ইন্সটল করি।

পরে ক্লায়েন্টের সার্ভারে ইন্সটল করি। একবারেই কাজ করলো। খুশীতে ক্লায়েন্টকে সাথে সাথেই মেইল করি। তারপর ক্লায়েন্ট যা কাস্টোমাইজেশান চাইলো তা করে দিলাম। সব মিলিয়ে ঘন্টা তিনেক সময় লাগলো।

ক্লায়েন্ট সাথে সাথেই টাকা পরিশোধ করে একটা সুন্দর রিভিউ দিলো- Comments: very good developer. Fast and dependable. I will use this provider again.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.