ভালো থাকার চেষ্টা করি সদা মেঘের উপর বাড়ি আমার মেঘের উপর বাড়ি এক টুকরো মেঘ আনবো দাও আমায় হাঁড়ি।। বাদলা দিনে বাড়ি যাবো বৃষ্টি বেয়ে বেয়ে ঐ খানেতে বাস করে মেঘবতী মেয়ে।। মেঘবতীর চুল কালো কাজল কালো আঁখি বাঁকা হাসির তলে তাহার লুকিয়ে নানান ফাঁকি।। তার জন্য নিয়ে যাবো হাজার কদম ফুল রংধনুর সাত রঙ্গের মাঝে তাকে চিনতে হবে কি ভুল? [এই টাইপ কাব্যে অভ্যস্ত না, মনের ভুলে রচিত]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।