জামায়াত আতংক!!!!?????
জামায়াত থাকতে পারে আ. লীগেও: কোরেশী
ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ও আওয়ামী লীগের ভেতরেও জামায়াতের কেউ থাকতে পারে বলে সন্দেহ করছেন প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী।
সহিংসতায় সম্প্রতি দেশে বেশ কয়েকজন ছাত্র নিহতের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে সরকারকে পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্র শিবির সংঘাতে এক ছাত্রলীগকর্মী নিহত হওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি হল কমিটিতে নেতৃত্বের পর্যায়ে ছাত্র শিবির অবস্থান নিয়ে আছে।
তার এ বক্তব্য ধরে এক সময়ের ছাত্রলীগ সভাপতি ('৬০ এর দশক) নেতা কোরেশী শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "ছাত্রলীগের ভেতরে শিবির ঢুকলে তা অবশ্যই ভয়াবহ ব্যাপার। এতে সরকার ও আওয়ামী লীগের ভেতরেও জামায়াত-শিবির থাকার শঙ্কা থাকে।
আছে কি না, তাই বা কে জানে। "
রাজশাহীর ঘটনার এক সপ্তাহ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘাতে এক ছাত্র নিহত হয়। গত বৃহস্পতিবার খুন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।
ছাত্র নিহত হওয়ার এ সব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন কোরেশী।
জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিরুদ্ধে চিরুণী অভিযানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর 'নির্দেশ'র সারাদেশে অভিযানে ওই সংগঠনটির দেড় শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে।
এর প্রতিক্রিয়ায় পিডিপি চেয়ারম্যান বলেন, "এসব ঘটনাকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না। বরং প্রকৃত অপরাধীদের ধাওয়া করতে হবে। তা না হলে বিরাজমান সঙ্কট আরো প্রকট আকার ধারণ করবে। ইতিমধ্যে সংঘাত জাতীয় জীবনে ছড়িয়ে পড়ার লক্ষণ দেখা গেছে। "
শিক্ষাঙ্গনে বারবার অস্থিরতার জন্য লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি ও শিক্ষকদের দায়ী করেন কোরেশী।
বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে শিক্ষকদের সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার নিষিদ্ধ করার পরামর্শও দেন তিনি।
তিনি বলেন, উপাচার্য (ভিসি) বা উপ-উপাচার্যসহ (প্রো-ভিসি) অন্য নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসনে দলীয়করণ চললে সঙ্কট মুক্তি হবে না।
পিডিপির সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য শামসুল আলম, এমএন জামান চৌধুরী, নূরুল আজাদ শামীম, ছানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫১০ ঘ.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।