আমাদের কথা খুঁজে নিন

   

জনাব, সা'দত হোসেন(পিএসসি'র চেয়ারম্যান) আপনার উদ্দেশ্যে, বয়স মনে হয় আপনার একটু বেশিই হয়ে গেছে তাই চিন্তা শক্তিও হয়তো কাজ করছে না আপনার ??



এই মূহূর্তের আগারগাঁয়ে অবস্থিত পিএসসি'র কার্যালয়ের অবস্থা বড়ই করুন। প্রায় ১০ হাজার ছাত্র-ছাত্রী (দেশের ভবিষ্যত কান্ডারীরা) এক্কেবারে স্থির চিত্রের মত দাড়িয়ে আছে ভিতরে ঢুকে ৩১ তম বিসিএস এর ফরম জমা দেয়ার জন্য, কিন্তু জানে না এটা কিভাবে সম্ভব? আগামীকাল ফরম জমা দানের শেষ তারিখ। তাই আজ স্বাভাবিক ভাবেই অত্যধিক ভিড় হবে এটা মেনে নিতে হবে। এবং এর ব্যবস্থা নিতে হবে কিন্তু পিএসসি বলেন আর প্রশাসন বলেন তারা সম্ফূর্ন রূপে ব্যার্থ হয়েছে। আমি জমা দিব বলে ভোর ৬ টায় সেখানে গিয়ে পায় ২০০ জনের পিছনে থেকে লাইনে দাড়িয়ে ছিলাম কথন ৯ টা বাজবে আর কাজটি করতে পারবো।

কিন্তু ঐ লাট সহেবেরা শুরু করেন পায় ৯টা ২০ এর সময় তাও আবার শুধুমাত্র মেয়েদের জন্য। যাই হোক মেনে নিলাম ভাবলাম এর পরে তো নিবে কিন্তু হায় এ কি অবস্থা ৩০ মিনিট নেয়ার পর দেখলাম সামনে লাইন আর নেই, সবাই এমন ভাবে দাড়িয়েছে যেন কোনো নির্বাচনের জনসভা। কেউ ভিতরে ঢুকতেও পারছে না আবার বের হতেও পারছে না। এইভাব বাজলো ১০ টা আর কোনো উপায় না দেখে শরীরের সমস্থ শক্তি নিয়ে এগিয়ে গেলাম ছোট্ট একটি মাত্র্র টিনের গেট এর অভিমুখে যেভাবে হোক আজ জমা দিতেই হবে । কারন কাল একটি গুরুত্ত্বপূর্ন চাকরির (ব্যাংকের) ভাইবা।

যাইহোক কোনোভাবেইে সেখানে স্থির থাকতে পারছিলাম না কারন সেখানে প্রচন্ড ঠেলাঠেলি, ভিড় , গরম আর ধুলো সব মিলিয়ে এক অসহ্যকর পরিস্থিতি ( কেউ যদি একটু দূর্বল প্রকৃতির সেখানে থাকেন তাহলে তার আজ মৃত্য অবধারিত) সেখানে না থেকে জীবনের ঝুকি নিয়ে প্রায় ১২ ফিট লম্বা টিনের বেড়া বেয়ে উঠে জমা দিয়ে আবার একই ভাবে বের হয়ে আসি (টিনের বেড়াটি এমন বিপদজনক যে, ভিতরের পাশে শুধুমাত্র লোহাড় রড, এঙ্গেল, কাটা তার..) দায়িত্বটা ছিলো আমারই বেশি কারন আমার কোনো ফ্রেন্ডই সাহস পায়নি সেখান দিয়ে উঠে ভিতরে ঢুকতে তাই সাহস নিয়ে আমিই উঠলাম। অবশেষে কাজটি সফল করে আবার একই ভাবে বের হয়ে আসি। আমি অশেষ কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তকে সুস্থ ভাবে সেখান থেকে ফিরে আসাতে। আমি এখন ভাবছি আর নিজেই অবাক হচ্ছি কেমনে সম্ভব হয়েছে! যাইহোক , এখন প্রতিবাদ করতে ইচ্ছা করছে জনাব স'দত হোসেনের প্রতি তিনি এর জন্য কোনো ব্যাবস্থা নেননি। গতবার সুন্দর সিষ্টেম ছিলো ।

প্রশাসন এবার সেখানে নির্বাক। সেখানে বর্তমানে এমন পরিন্থিতি যেটা নিজ চোখে না দেখলে বিশ্বাষ করা কঠিন বিশেষ করে মেয়েরা তো এক্কেবারেই অসহায়ের মতো দাড়িয়ে আছে। তাই বলবো সা'দত হোসেন আপনি গতবার প্রশ্নে ভুল করে বলেন আপনি সেটা জানেন না আর আজও আপনি জানেন না সেখানকার অবস্থা, কোনো সুশৃং্খল ব্যবস্থা নেননি। তাহলে আপনার কাজটি কি? না-কি আপনার বয়সের ভারে আর দায়িত্ব পালন করতে সমস্যা হচ্ছে... আজ আমরা আপনার এমন দায়িত্বহীনতার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি... এবং অনুরোধ করবো সুষ্ঠুভাবে ফরম জমাদানের ব্যবস্থা করে নির্ধারিত শেষ তারিখ টি বাড়িয়ে দিন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।