জীবনের প্রতিটি বাঁক থেকে শিক্ষা নেয়া প্রয়োজন মায়ের কাছে নাকী সব সন্তান সমান। কোন সন্তান হয়তো মাথামোটা, কোন সন্তান ব্রিলিয়ান্ট, কেউ হয়তোবা ভাল কাজ করে, কেউ করে খারাপ। কিন্তু, মা কি পারে তার সন্তানদের মাঝে আলাদা করে কাউকে বেশী ভালোবাসতে? আরে সব সন্তানই তো নাড়ি ছিড়ে বেড়িয়েছেরে, কাকে রেখে কাকে বেশী ভালোবাসবে এই পোড়াকপালি!
ছেলে সমাজবিরোধী। মায়ের সাথে লুকিয়ে দেখা করতে এসেছে। আর কিছুক্ষন পর মারা যাবে খোকা পুলিশের গুলিতে, কয়েক মুহুর্তের বেশী সময় তার হাতে নেই।
মহিলার নেপথ্য কন্ঠ শোনা যাচ্ছে -
"খোকা ঘুমোল পাড়া জুড়োল বর্গি এল দেশে
বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কীসে। ”
(সিনেমাঃ ৭৮ দিন পরে)
সমাজবিরোধী হোক আর সরকারের আমলা হোক - মায়ের কাছে সব সন্তানই সমান। সন্তান যদি মাল্টি নিক নিয়ে হাজির হয়, তাও মায়ের কাছে সেই একি। কিন্তু পরিবারের বাকী সদস্যদের খেয়াল রাখা উচিত, এই সন্তান কি আসলেই সমাজের অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে নাকী ন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে অন্যায় করছে।
সামহোইয়্যার ইন ব্লগ একটি পরিবারের মতোন।
আপনি, আমি এবং আমরা সেই পরিবারের সমষ্ঠি। পরিবারের সকল সদস্যের একান্ত কাম্য যেনো তাদের পরিবার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, পরিবারের সকল সদস্যরা যেনো হাতে হাত রেখে তাদের 'মাটি' কে পজিটিভলি পরিবর্তন করতে পারে। কিন্তু কিছু দুষ্কৃতি সেটা হতে দিতে চায় না।
সময়ে সময়ে পরিবারে অনেক দুষ্কৃতির দেখা পাওয়া গিয়েছে, পরিবারের সদস্যরা মিলে সেই সব দুষ্কৃতির বিরুদ্ধে কঠোরভাবে হাতে হাত রেখে দাঁড়িয়েছে। সময়ে সময়ে অনেক চরিত্রহীনদের বুঝিয়েও যখন ফেরানো যায়নি তখন ত্যাজ্যপুত্র ঘোষনা করা হয়েছে।
ছদ্মনামে লেখালেখি করা কোন খারাপ কিছু নয়। কিন্তু ছদ্মনামের আড়ালে থেকে আপনি যদি শুধুই আক্রমন করে যান, তাহলে সেটা আমাদের কারোরই কাম্য নহে। ছদ্মনাম দিয়ে নিজের পোস্টের হিট বাড়ানো, কাউকে ভালো না লাগলে তাকে আক্রমন করা ইত্যাদী কাজ যখন বেড়ে যায় তখন বুঝতে হবে আমাদের পরিশুদ্ধ হওয়ার সময় এসে গিয়েছে।
আমরা চাই ব্লগে শান্তির পরিবেশ বিরাজ করুক। এভাবে সদস্যদের মাঝে আক্রমন চলমান থাকলে পরিবারের নিজেরই ক্ষতি।
আমরা সামুকে ভালোবাসি, আমরা চাইনা এখান থেকে চলে যেতে। কিন্তু, মাল্টি নিকের অপপ্রয়োগ ঘটিয়ে একজন আরেকজনের আঘাতও আমরা দেখতে চাইনা। আশা করবো পরিবারের হর্তা-কর্তা ও অন্যান্য সদস্যরা ব্যাপারটা ভেবে দেখবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।