[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
গতকাল মানে ১৯শে জানুয়ারী প্রথম আলোর প্রজন্ম ডট কম পেজ এ একটি খবর ছিল ...
ইন্টারনেটে সরব দেশি ভার্চুয়াল সম্প্রদায়...পড়েছেন নিশ্চয় অনেকই।
লিংক দিতে না পারায় কষ্টে আছি। আজকাল তো আবার পয়সা বিনে প্রথম আলোর ইন্টারনেট ভার্সন পড়া যায়না। হঠাৎ এই ব্্যবস্থা কেনো প্রথম আলো প্রত্রিকায় খুব জানতে ইচ্ছে করে।
মূর বিষয়ে আসি...ঐ খবরে সুন্তর সুন্দর কথা বরা হয়েছে আমাদের মতোদের নিয়ে মানে যারা ইন্টারনেটে নানা বিষয়ে আলোচনা, ঝগড়া বা মারামারি নিয়ে সময় কাটতে পছন্দ করছি আজকাল।
আমাদের সামহয়্যার ইন এর কথাও এসছে কয়েকবার। এবং আলোচনায় উল্লেখ ইন্টারনেট এর কমি্উনিটি এড্রেসগুলোর মধ্যে সামহয়্যার ইন ই ছিল একমাত্র ব্লগ। আর বাকীগুলো ছিল ইয়াহুর বিভিন্ন গুপ এর নাম।
আমি বিভিন্ন সময়ে বিভিন্ন গুপের সদস্য হয়ে দেখেছি ঠিক জমেনা যেমন জমে এই ব্লগে। গুপে একই টাইপের মানুষগুলোর মধ্যে পত্র চালাচালি চরতেই থাকে।
ভিন্ন মত হলেই একটু সটকে থাকতে হয়। তারউপর মেইল খুলে খূলে পড়া , অত অত মেইল সব সম্ভবও নয়।
ব্লগ কিন্তু এদিক থেকে বৈচিত্রের সমারোহ ঘটাচ্চে বলে আমি মনে করি। ....
ব্লগ আমাকে যে সুযোগ দিয়েছে ...গুপ কথনই দেয়নি। ...
আমি ব্লগের গুন গাই তাই বারবার ....
(বিঃ দ্রঃ কেউ না পড়লে , নিচের ছবিতে ক্লিক করে স্পষ্ট অক্ষরে পড়তে পারবেন।
)
ছবিঃ দৈনিক প্রথম আলোর 19/01/2007 তারিখের সংখ্যা, তোলা নিকন কুলপিক্স এস 9 ক্যামেরাতে মেক্রোদিয়ে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।