লাইভ ওয়েব টিভি এর ব্লগ
blog.comjagat.com একটি টেকনোলজি ব্লগ হিসাবে যাত্রা শুরু করেছে। ব্লগটি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছে। এই ব্লগটি কারিগরি নির্মাতা হলো সামহোয়ারইন তথা সামহোয়ারইনের ডেভেলপার টিম। ফলে সামহোয়ারইনের ব্লগাররা খুব সহজেই blog.comjagat.com এর সদস্য হতে পারবেন। আমি নিচে ধাপ গুলো বলে দিচ্ছি।
১। blog.comjagat.com টি আপনার ওয়েবে ওপেন করুন
২। সামহোয়ারইন ব্লগের ইউজার নেইম এবং পাসওয়ার্ড টি দেন।
৩। আপনি যদি blog.comjagat.com এর টার্মস এন্ড কন্ডিশনস এ একমত থাকেন তাহলে 'i agree' তে ক্লিক দেন।
এবং সাথে সাথেই আপনিও blog.comjagat.com এর একজন সদস্য। সেই সাথে blog.comjagat.com ও আপনাকে পেয়ে গর্বিত।
blog.comjagat.com টেকনোলজি ব্লগ হিসাবে সামনে এগিয়ে যাওয়ার প্রয়াসে লিপ্ত। আপনি টেকনোলজি নিয়ে যে কোন রকম লিখা এই ব্লগে লিখুন। আপনার পোস্ট বা মন্তব্যের প্রতিটি শব্দই আমাদের কাছে অমূল্য সম্পদ।
টেকনোলজি নিয়ে আপনার যে কোন রকম প্রশ্ন আপনি পোস্ট দিতে পারেন। আমাদের টিম আপনার প্রশ্নের সম্পর্কিত বিশেষজ্ঞ ব্যাক্তির কাছ থেকে উত্তর সংগ্রহ করে আপনাকে জানিয়ে দিবে।
এখানে উল্লেখ্য যে blog.comjagat.com টি http://www.comjagat.com এর একটি প্রোডাক্ট। blog.comjagat.com টি ডেভেলপ করছে সামহোয়ারইন তথা সামহোয়ারইনের ডেভেলপার টিম। এবং http://www.comjagat.com টি ডেভেলপ করছে ইনফরমেটিক্স সফটওয়ার তথা ইনফরমেটিক্স সফটওয়ারের ইউনুস খান।
বেটা রিলিজের পর ফাইনাল রিলিজের জন্য জোড়দার কাজ চলছে।
হ্যাপি ব্লগিং।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।