ব্লগে দেখি আজকাল নানান প্যাঁচাল।
আস্তিক-নাস্তিক, অতি বড় ভেজাল।
দেবদাস কেউ কেউ বিদ্বেষী ভাব নেন।
লুলবাজ সেই ফাঁকে হিরোইন খুঁজে নেন।
প্রেম-প্রেম খেলা চলে কারও কারও লেখাতে।
হিংসায় জ্বলে মরে কেউ কেউ সেটাতে।
হিটপ্রেমী অনেকেই মাইনাস খেয়ে যান।
মাইনাসে ডরে না বীর, দিতে হলে দিয়ে যান।
মাঝে মাঝে মনে হয়, ব্লগে এল কোন কাল?
ঠিক যেন ক্যাচাঁল-প্যাঁচালে ভরা হিন্দি সিরিয়াল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।