নীলে লালে মাখামাখি নীল জ্যোৎস্নার রাতে পড়েছ নীল শারি কপালে নীল টিপ, হাতে নীলার আংটি নীলেতে নীল হয়ে সেজেছ নীলাম্বরী নাকেতে হীরের নাক-ফুলে নীল জ্যোৎস্না ঠিকরে যেন পড়ে সাদা হীরে জ্বলে ওঠে নীল রঙের আলোতে তোমার নীল রূপে নীলাম্বরী সাজ আজ কি আমার তরে? তবে তোমার এ রূপ কেন ভাসিয়ে দিচ্ছে আমায় বেদনার যাতনায় নীল করে। নীল জ্যোৎস্নায় আমার নীল হৃদপিণ্ডটা দেখতে চাও? এভাবে দেখলে রঙ বুঝবে না কিন্তু চোখ থেকে নীল চশমাটা সরাও হৃদয়টাকে চিরে হাতে নাও সাদা চোখে দেখ ওটাকে, ভালো করে তাকাও দেখবে ওটা আসলে লাল হয়ে আছে রক্ত ঝরে ঝরে ফোটায় ফোটায় পড়ছে গড়িয়ে, তুমি চলে যাবার পরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।