বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে চলতি বছর থেকে মোটরসাইকেল তৈরির পরিকল্পনা নিয়েছে জাপানের বিখ্যাত হোন্ডা মোটর কোম্পানি। দেশটির প্রভাবশালী বাণিজ্যবিষয়ক দৈনিক নিকির খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শনিবার এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বছরে ১০ থেকে ২০ হাজার মোটরসাইকেল উত্পাদনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্থানীয় অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগে কারখানা স্থাপন করবে। এত দিন ভারতের মোটরসাইকেল নির্মাতা কোম্পানি হিরোর মাধ্যমে বাংলাদেশে মোটরসাইকেল বিক্রি করত হোন্ডা। কিন্তু জাপানি কোম্পানিটি ২০১১ সালে হিরোর সঙ্গে তাদের চুক্তি বাতিল করেছে বলে জানিয়েছে নিকি। বাংলাদেশের স্থানীয় বাজারে বিক্রির জন্যই এসব মোটরসাইকেল তৈরি করা হবে। ভারত ও পাকিস্তান থেকে আনা যন্ত্রাংশ এখানকার কারখানায় সংযোজন করা হবে বলেও খবরে বলা হয় সূএ: click this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।