আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে আইপিএলের ৭ম আসর!

আইপিএলের ৭ম আসর বাংলাদেশে অথবা শ্রীলঙ্কা কিংবা উভয় দেশেই হতে পারে বলে জানিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা। আজ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনের এ তথ্য জানানো হয়।
 
আইপিএলের পুরো আসর না হোক কয়েকটি ম্যাচ হলেও ভারতের বাইরে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কায় হতে পারে বলে ওই প্রতিবেদনে জানানো হয়।
 
এর কারণ হিসেবে ভারতে লোকসভা নির্বাচনের কথা উলে্লখ করা হয়েছে। ২০০৯ সালেও একই কারণ দেখিয়ে আইপিএল দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়। যদিও দেশটির লোকসভা নির্বাচনের এখনও তারিখ ঘোষণা করা হয়নি, তবু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী এপ্রিল মে মাসে অনুষ্ঠিতব্য এই জনপ্রিয় ক্রীড়া আসর অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। 
 
ভারতে ২০১৪ সালের মে মাসে লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। যদি এই নির্বাচনের তারিখ এগোনো না হয়, তাহলে এবার দেশটির ক্রিকেট ভক্তদের খেলা দেখতে বাইরেই যেতে হতে পারে।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.