Always try to learn newly things.
আমি আমার এক বিব্রতকর অভিজ্ঞতা আপনাদের সবার সাথে শেয়ার করছি -
আমি ঢাকা থেকে গ্রামের বাড়ি গেলাম বেড়াতে। তো জমি সংক্রান্ত বিষয়ে আমার বড় চাচার বিরুদ্ধে আমাদের বাড়ীর একজন ৩০ ধারা মামলা করেছেন। পরের দিন মামলার শুনানি, আমার বাবা আমাকে বললেন বড় চাচার পক্ষে আদালতে হাজির হতে। আমি বিব্রত বোধ করলে বাবা বললেন কোন সমস্যা নাই কেননা বাদীর কাছে কোন দলিল বা ডকুমেন্ট নাই, সুতরাং মামলা খারিজ হয়ে যাবে।
আমি আদালতে গিয়ে পি জমা দিয়ে ম্যাজিষ্ট্রেট এর অপেক্ষা করতে লাগলাম এবং কিছুক্ষন পর ম্যাজিষ্ট্রেট আসলে প্রথমে বিবাদি মানে আমাকে ডাকা হল এবং আমার বক্তব্য উপস্থাপন করতে বলা হলে আমি বললাম আমার কিছু বলার নেই।
তারপর বাদীকে ডাকা হলে বাদি বলা হল আপনার প্রয়োজনীয় কাগজ জমা দেন। উনি অপরাগ হওয়ায় ম্যাজিষ্ট্রেট রেগে গিয়ে উচ্ছারন করলেন আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে। এ ম্যাজিষ্ট্রেট সাহেব তাঁর রায় লিখলেন পেন্সিল দিয়ে। "উপযুক্ত প্রমানাদি না থাকার দরুন এ মামলা খারিজ করে দেওয়া হল। "
তারপর বাদি ম্যাজিষ্ট্রেট সাহেবের সাহায্যকারী ব্যাক্তি কে সবার সামনে হাতের ভিতর কিছু ভিটামিন দিলেন , সাহায্যকারী ব্যাক্তি ম্যাজিষ্ট্রেট সাহেবের কানে কানে ভিটামিনের সংবাদ পৌঁছে দিলে , আমাদের দেশের গুনী শিক্ষিত ঐ ভদ্রলোক একটা ইরেজার নিয়ে আমারই চোখের সামনে ইরেজার এর মাধ্যমে উনার রায় উনি নিজেই ফিরিয়ে নিলেন এবং আমাকে সেই সাহায্যকারী ব্যক্তি বললেন মামলার পরবর্তি তারিখ নোটিশ পাঠিয়ে জানানো হবে।
আমি পৃথিবীর সপ্ত আশ্চর্যের চেয়ে শ্রেষ্ঠ আশ্চর্য অবলোকন করে কিংকর্তব্য বিমুড় হয়ে ওখানে কিছুক্ষন বসে থাকলাম ।
পরে উঠে আসলাম এবং চিন্তা করলাম কেন আমি তো বাংলাদেশে বাস করি । আর এ দেশে তো এসব সম্ভব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।