আমাদের কথা খুঁজে নিন

   

মাসিক ভৌতিক - সেপ্টেম্বর ২০১২

ডাউনলোড করতেঃ http://designer.alor-nishan.com/archives/408 মাস ঘুরতেই মাসিক ভৌতিক নিয়ে আবারও আমি হাজির । এই অনলাইন পত্রিকা চালাতে গিয়ে আমি আর কিছু পাই আর না পাই একটা জিনিস শিখেছি । তা হল ধারাবাহিকতা রক্ষায় আনে সাফল্য । মাসিক ভৌতিকের প্রথম সংখ্যা প্রকাশ হওয়ার পর বেশ সাড়া পাই । মাঝে দুটো মাসে কোন সংখ্যা প্রকাশিত হয়নি ।

তিনমাস পর যখন দ্বিতীয় সংখ্যাটি আসল তখন দেখলাম প্রথম সংখ্যার ১ভাগও ডাউনলোড হয়নি । হতাশ হয়ে পড়লাম । এরপর পর পর কয়েকমাস প্রকাশনা বন্ধ থাকল । কিন্তু এডভেঞ্চারহীন নেট জীবন কি ভাল লাগে ? একটু হরর ,অনুবাদ ,ভৌতিক গল্প থাকলে তো চরম হয় তাই না ? শুরু হল নিয়মিত প্রকাশনা । এবার একটানা তিনমাসে তিনটা সংখ্যা প্রকাশ করে দেখি অনেক না হলেও মোটামুটি একটা জনপ্রিয়তা পেয়েছে ।

অত্যন্ত ফেসবুকে আজ রাত ১২টায় এই পত্রিকা রিলিজ হবে নিউজটা প্রকাশ করে যে সাড়া পেয়েছি তাতেই বোধগম্য হয় । যাহোক আজাইড়া প্যাচাল পেরে লাভ নাই । ডাউনলোড করুনঃ http://designer.alor-nishan.com/archives/408 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।