আমাদের কথা খুঁজে নিন

   

একটি মাসিক হিসাব

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

---------------------------------------------- (এটি নিতান্তই মজা করার জন্য পোস্ট) - যার প্রেম করছেন বা করবেন বলে চিন্তা করেছেন তাদের জন্য এই পোস্ট । দয়া করে কেউ মাইনড খাইয়েন না। দেখে নেন কত টাকা / সময় আমরা খরচ করি । • প্রেমিকাকে ঘুরতে নিয়ে যাবেন - ধরা যাক, সপ্তাহে ৩ দিন। সে ক্ষেত্রে ঘুড়াঘুড়ি বাবদ খরচ পড়বে ধরে নেই ২০০ / ৩০০ টাকা (প্রতিদিন) • প্রেমিকাকে নিয়ে কোথাও খেতে যাবেন - ধরা যাক, খরচ পড়ে ৫০০ / ৭০০ টাকা (প্রতিদিন) • সপ্তাহে না হোক বছরে অন্তত ৮ / ৯ দিন টাকা একটু বেশি খরচ হয়ে যায়, কারণ ২ ঈদ, তার জন্মদিন, ভালবাসা দিবস, মেলা আছে বেশ কিছু, বন্ধু দিবস, আপনার জন্মদিন, পহেলা বৈশাখ সহ আরও অনেক কিছু।

এসবের পিছনে অনেক খরচ হয়ে যায়। ধরে নেই প্রতিটা অকেশনে এ খরচ পড়ে ১২০০ টাকার মধ্যে। এটা কম বেশি হতে পারে। • আর সময়ের বেপারে কি বলব !!!! ধরি ১ দিন এ সময় যায় ৩ / ৪ ঘন্টা। তাহলে মসিক কত হতে পারে???? তাহলে হিসেব করে দেখেন কত টাকা আর সময় খরচ হচ্ছে প্রতিমাসে।

তাহলে এখন চিন্তা করেন, এত টাকা যে খরচ করছেন এটা জমিয়ে রাখলে কত ভাল হতো। ভবিষ্যতে তা দিয়ে একটা ব্যাবসা শুরু করতে পারতেন । এটা নিয়ে পরে পোস্ট দিব আসা রাখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.