আমাদের কথা খুঁজে নিন

   

ভীতুর সাহসী হবার বাসনা

মনোয়ারা মণি ভীতু সারাদিন ভয়ে ভয়ে পথ চলে সব কিছুতেই তার ভয়, নিজের জন্য নয় কাছের সবাইকে ভালো থাকতে হবে সব ভয়ের মাঝে দুইটা বড় ভয়- একটা কন্যা-শিশু আর অন্যটা দেশ রক্ষার কাজ দেশপ্রেম আর সমান অধিকারে বিশ্বাসী সে জীবন দর্শনের সাথে অমিল তবুও- নিজের বিবেককে উপেক্ষা করে পরিকল্পনায় অটল। একদিন কারণ জানতে চাইলে তার যুক্তি- দুশ্চিন্তাকে ভয় পায় সে মেয়ে হলে সারাক্ষণ চিন্তা করে কাটাতে হবে সারাজীবনই ভাবতে হবে-কার ঘরে গেলো, কেমন আছে, আদরে আছে কিনা ইত্যাদি আর দেশ রক্ষার কাজে সারাক্ষণ আতংক হবে কোথায় যুদ্ধ হচ্ছে, কোথা থেকে ডাক এলো, কি যে হবে ইত্যাদি ভাবতে ভাবতে বেলা গড়িয়ে যায়… একটা ভয় থেকে নিষ্কৃতি পাবার স্বস্তি বিধাতা নীরবে হাসছিলেন… তার সে দুশ্চিন্তা-বিহীন জীবনের স্বপ্ন স্বপ্নই রয়ে যায়… আক্ষেপ, ভয় কেন তাকে সর্বদা গ্রাস করে … ভীতুর সাহসী হবার বাসনা জাগে… হতে পারে তা আদু ভাইয়ের মতো তবুও… সমাধিতে লেখা … “হেয়ার ইজ ভীতু লায়িং, হু বিকেম ব্রেভ”! ১৮ই মার্চ ২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।