আমাদের কথা খুঁজে নিন

   

ভীতুর ডিম এবং আমি

সময়ের এই ক্রান্তিকে এসে বলি হাতটা বাড়াও একটু জড়িয়ে ধরি আমি নাকি একটা ভীতুর ডিম ছোট বেলায় এই কথাটা বলত আমার আব্বা আম্মা আর পরিবারের সবাই একটু যখন বড় হলাম তখন বলা শুরু করল আমার বন্ধুরা কেন যে তারা এইটা বলত তা আমি বুঝতে পারিনাই আমি যে একটা ভীতুর ডিম তা প্রথম বুঝতে পারলাম ক্লাস ৯ এ থাকতে একটা মেয়েকে আমার অনেক অনেক ভালো লাগতো এবং আমি জানতাম যে সেই আমায় পছন্দ করত কিন্ত আমি একটা ভীতুর ডিম সেই কথাটা আমায় প্রমান করতে হবেনা দিন যায় মাস যায় এভাবে ৯ গেল ১০ গেল এমনকি যখন এস এস সি পরীক্ষা দিয়ে ফেললাম তখনও তাকে আমি এই কথাটা বলতে পারলাম না যখন এস এস সি র ব্যবহারিক পরীক্ষা শেষ তখন সে আমায় এককোণে ডেকে নিয়ে গেল আমি তো মনে মনে অনেক খুশি যে সে হয়ত আজ আমায় কিসু বলবে কিন্তু হায় সে যে আমায় ওই দিন হুইল সাবান দিয়া ধুইয়া দেবে তাতো আমি বুঝতে পারিনাই তার সেই দিনের সবগুলা কথা বলবনা খালি একটা কথাই বলি। সে আমায় বলল তুমি একটা আস্ত মুরগির ডিম না না মুরগির ডিম হলেও তো কাজে লাগানো যেত তুমি একটা তুমি একটা ভীতুর ডিম হায় হায় সে আমায় একটা মুরগির ডিমের চেয়েও অকাজের মনে করল আমি তো শেষ সেই কথা শুইনা তো আমি গেলাম যাই হোক এর পরের ২ বছর আমি আর প্রেম নামক বস্তু হইতে দূরে থাকতাম কিন্তু অনার্স ১ বর্ষ আবার আমার আরেকটা মেয়েকে পছন্দ হইছে এখন আমি ক্যামনে তারে আমার মনের কথাটা কই বুঝতে পারতেছিনা নাকি আবার শুনা লাগে আমি একটা টিকটিকির ডিম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।