Every emotion have a feelings. But every feelings have no emotion. গত ১২ আগস্ট,২০১২ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় মেডিকেল কলেজসমূহে পরীক্ষাবিহীন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির নতুন সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক- দুই পরীক্ষা মিলিয়ে কমপক্ষে জিপিএ ৮ থাকতে হবে। জিপিএ ৭ প্রাপ্ত বিদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক নিম্নোক্ত ভাষ্য প্রদান করেনঃ
১. এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যারা ভালো করেছে, তাদের আর নতুন করে পরীক্ষা নেয়ার দরকার নেই। এতে কোচিং বণিজ্যের রাশ টেনে ধরা সম্ভব হবে।
গত বছরের পরীক্ষার্থীরাও এবার আবেদন করতে পারবে।
২. এ প্রক্রিয়ায় ভর্তি করা হলে গুণগত মান নিয়ে প্রশ্ন উঠবে না। কারণ যারা ভাল, তারা তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেই ভাল করেছে।
কর্তৃপক্ষের এই সিদ্ধান্তটা যথাযথ। কারণ, একজন শিক্ষার্থীকে এসএসসি এবং এইচএসসিতে মোট ৭২ ঘণ্টা পরীক্ষা দিয়ে ফলাফল অর্জন করতে হয়।
সেখানে তো এক ঘণ্টার ভর্তি পরীক্ষার মূল্যায়ন কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। এখানে অনেকে আন্দাজে উত্তর দিয়ে পরীক্ষায় টিকে যেতে পারে। কারণ, ভর্তি পরীক্ষায় এক নম্বরের ব্যবধানও শিক্ষার্থীর সুযোগ পাওয়া না-পাওয়া নির্ধারক হয়ে উঠতে পারে। তাই জিপিএর ভিত্তিতেই মেডিকেল কলেজে ভর্তি করা উচিত। এর মাধ্যমে প্রকৃত মেধাবীরা ভর্তি হতে পারবে।
তবে সিদ্ধান্তটা এইচএসসি পরীক্ষার আগে জানানো উচিত ছিল। তাহলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা কেউ মানসিকভাবে ভেঙে পড়ত না।
বলা হচ্ছে, এতে কোচিং বন্ধ হবে। কিন্তু কর্তৃপক্ষ কি জানে না যে ইতিমধ্যে সব শিক্ষার্থী কোচিং সেন্টারে ভর্তি হয়ে হাজার হাজার টাকা ব্যয় করে ফেলেছে। তা হলে কীভাবে এবার কোচিংয়ের দৌরাত্ম্য বন্ধ হলো? এ ধরনের সিদ্ধান্ত নিতে হলে অন্তত এক বছর আগেই শিক্ষার্থীদের জানাতে হবে।
তাই এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমেই ভর্তি করা হোক। অন্য সিদ্ধান্তটা না হয় আগামী দিনের জন্য থাক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।