আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেল এবং মেধা!!!!

মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আমার কিছু অভিমত আছে। যথাসম্ভব পক্ষপাতমুক্ত হয়ে লেখার চেষ্টা করেছি। #সরকার ২০১২ সালের মেডিকেল ভর্তি পরীক্ষা লিখিত পরীক্ষার পরিবর্তে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মেধার ভিত্তিতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। জিপিএ এর কথাটা এই জন্য বলব না কারন এইখানে বেশ একখানা গোলযোগ আছে। গোলযোগটা এমন যে, অনেকে রীতিসিদ্ধ গোল্ডেন জিপিএ-৫ পেয়েও ভর্তি হতে পারবে না বলে বোধ করি।

এখন তাহলে কারা নির্বাচিত হবে????? তারাই হবে যারা সোনার মাঝেও নিখাদ সোনা। আমাকে অনেকে প্রশ্ন করেছে তাহলে আমরা যে এই আড়াই মাস পড়লাম তার কি কোন মূল্য নেই? অনেকে পাবলিক পরীক্ষার সময় অসুস্থ থাকতে পারে। অবশ্যই...... কিন্তু তারাও তো বলতে পারে আমি ১২ বছর ভাল করে পড়াশোনা করলাম তার কি কোন মূল্য নেই? সেও কি মেডিকেল পরীক্ষার সময় অসুস্থ থাকতে পারে না?????? # অনেকে বলছে আগামী বছর থেকে প্রক্রিয়াটা চালু করলে ভাল হত। কিন্তু এই বছর যারা চান্স পাবে না তারা কী কখনও মেডিকেল পড়তে পারবে? কারন আগামী বছর আরও একগাদা গোল্ডেন বের হবে,তাদের সাথে বর্তমানের সমন্বয় কিভাবে সম্ভব???? #মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে প্রত্যেক বছর এত গুঞ্জন শুনেছি যে কেও বলতে পারবে না যে এইবার প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমি একজন লোককে চিনি যে গত বছর মেডিকেল প্রশ্ন ফাঁসের দায়ে জেল খেটেছেন।

সামান্য কয়েক মাস!!! তারপর ১৫ লাখ টাকা দিয়ে বিয়ে আর হানিমুনটা তিনি খুব ভাল করেই করে ছিলেন। তাহলে এত গুঞ্জনের সমাপ্তি টানতে এই প্রক্রিয়াটা কি জরুরী ছিল না???????? #যারা গোল্ডেন পেয়েছে তারাও অনিশ্চয়তায় আছে, আবার যারা বাদ পড়ল তারাও অনিশ্চয়তার মধ্যে আছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হল,যারা মেডিকেল preparation ভাল করে নিয়েছে তাদের দু;কূলই গেছে। আচ্ছা, আপনারা কি ১০০% নিশ্চয়তার সাথে বলতে পারেন আপনারা চান্স পাবেন? কখনই না,কারন তখন প্রশ্ন ফাঁস হবে, এটা বলাই যায়। আর যারা ১০১% নিশ্চিত চান্স পাবেই- তারা এখন থেকে DU তে চেষ্টা করলে নিশ্চই পাবে।

আরও অনেক কথা বলতে ইচ্ছা করছিল, কিন্ত হাত ব্যথা হয়ে গেছে। আমি শুধু এটুকুই বলব, সরকারের এ সিদ্ধান্তের + ও - দুটো দিকই সমানে সমানে আছে। কিন্তু এবার এ নিয়মে ভর্তি করালে আমার বিশ্বাস এই প্রক্রিয়া একদিন সুফল বয়ে আনবেই। তবে সরকারকে অনুরোধ করছি যথাযত ব্যবস্থা করে এবং সূক্ষ ও মঙ্গলজনকভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.