আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেল রস

এটা আমাদের মেডিকেলের আনিস স্যারের গল্প। স্যারকে তাঁর এক রোগী বলল, ডাক্তার সাহেব, আমার কিডনিতে প্রচণ্ড ব্যথা। স্যার জিজ্ঞেস করলেন, আপনি মদ পান করেন?
লোকটা বলল, জি স্যার, নিয়মিতই করি, লাভ হয় না।

জুনিয়র এক নার্স ঘুমন্ত রোগীকে জোর করে ডেকে তুলছেন দেখে আমাদের এক ইন্টার্ন চিকিৎসক জিজ্ঞেস করলেন, আরে আরে, করছেন কী? অযথা ঘুমন্ত রোগীকে ডাকছেন কেন?
নার্স বিরক্ত হয়ে জবাব দিলেন, ‘স্যার, রোগীর এখন ওষুধ খাওয়ার সময়। না ডাকলে সঠিক সময়ে তাঁর ওষুধ আর খাওয়া হবে না।


চিকিৎসক বললেন, কী সেই ওষুধ, যেটা তাঁকে এখনই খাওয়াতে হবে?
‘ঘুমের ওষুধ স্যার। ’
ততক্ষণে রোগী ঘুম থেকে উঠে গেছেন। তিনি বললেন, ঠিক আছে, খাওয়ান। রোগী উঠেছেন।

: আমি ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছি?
: আহা রে।

সেদিনও না সুস্থ দেখলাম। তা কী হয়েছে তোমার?
: এমবিবিএস কোর্সে চান্স হয়েছে।

নাম বলা ঠিক হবে না, তাই বললাম না। বন্ধু বলে কথা! আমার ওই বন্ধুটি মেডিকেলে চান্স পাওয়ার পর ভর্তির আগের সময়টায় গ্রামেই ছিল। তো ওই সময়ে ফ্রি ছিল বলে ভাবল কিছু বইপত্র থাকলে পড়া যেত।

এমন একটা সময় ওর বাবা ঢাকা আসছিলেন ওনার দোকানের কেনাকাটার জন্য। বন্ধুটি তখন তার বাবার হাতে মেডিকেলের বইয়ের একটা লিস্ট ধরিয়ে দিল। এক দিন পর তিনি নীলক্ষেত থেকে একটা বই নিয়ে গেলেন। বইটা দেখে আমার বন্ধুর রীতিমতো মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা।
বইটির নাম ছিল, ৩০ দিনে ডাক্তার হোন।



ফেসবুকে মেডিকেলের একটি গ্রুপে যে স্ট্যাটাস দিয়ে বন্ধুদের কাছে প্রচণ্ড গালি খেতে হয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।
: বিশেষজ্ঞ ডাক্তার কাকে বলে?
: বিশেষজ্ঞ ডাক্তার হচ্ছেন এমন একজন বিশেষজ্ঞ, যিনি রোগী দেখার পরের দিন রোগীর রিপোর্ট দেখে বুঝতে পারেন যে তাঁর আগের দিনের রোগ নির্ণয়টা ভুল ছিল!।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.