আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা মেডিকেল কলেজকে ঢাকা মেডিকেল ইউনিভার্সিটিতে রুপান্তরঃ আসুন, আবেগ নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেই।

ঢাকা মেডিকেল কলেজকে ঢাকা মেডিকেল ইউনিভার্সিটিতে রুপান্তর করা হচ্ছে। আপনি কি এটা সমর্থন করেন? রাজনৈতিক দৃষ্টিকোন থেকে দেখলে, আপনি যদি সরকার দলীয় হন তাহলে আপনি কট্টর সমর্থক, আর যদি বিরোধী দলীয় হোন তাহলে আপনি কট্টর বিরোধী। আবার আপনি এটাকে যৌক্তিকভাবেও বিচার করতে পারেন। যেমন আপনি বাংলাদেশের শিক্ষানীতি এবং স্বাস্থ্যনীতিতে হালকা করে চোখ বুলিয়ে নিতে পারেন, আমাদের আরো একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রয়োজন এরকম কিছু সেখানে আছে কিনা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, স্বাস্থ্য বিভাগীয় সংসদীয় কমিটির এরকম কোন সুপারিশ আছে কিনা তাও দেখা যেতে পারে।

আবার আপনি চিন্তা করতে পারেন রোগীদের চিকিৎসা সুবিধা বাড়ানো নিয়ে, কিংবা চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন নিয়ে। আপনি যদি স্বাস্থ্যসেবার পরিমান বাড়াতে চান তাহলে আপনাকে হাসপাতাল এবং বেডের সংখ্যা বাড়াতে হবে, আরেকটি বিশ্ববিদ্যালয় নয়। আর আপনি যদি স্বাস্থ্যশিক্ষার উন্নয়ন চান তাহলে আপনাকে স্বাস্থ্যশিক্ষা ব্যবস্থার দিকে তাকাতে হবে। আপনাকে বুঝতে হবে একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কি, প্রচলিত বিশ্ববিদ্যালয়য়ের বাইরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় অতিরিক্ত কি সুবিধা দেয়। দেশে বর্তমানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে।

চিকিৎসা শিক্ষাবিদদের দিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি করে এর ভূমীকা মুল্যায়ন করা যেতে পারে। আরো একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা এবং তাতে অতিরিক্ত কি সুবিধা পাওয়া যাবে, সেটা ঢাকাতেই হওয়া প্রয়োজন কিনা তা নিরুপন করা যেতে পারে। আর্থিক বিষয়টিও সামনে রাখতে হবে। যেমন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথাপিছু শিক্ষা ব্যয় সব চেয়ে বেশি। এখানে প্রত্যেক শিক্ষার্থীর বছরে গড় ব্যয় দুই লাখ ৮৭ হাজার ৬৮২ টাকা।

যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি সরকারের বাৎসরিক গড় ব্যয় ৬১ হাজার ৬৬০ টাকা। আপনি একটু আশে পাশের দেশগুলোর স্বাস্থ্যশিক্ষার দিকে তাকাতে পারেন, পরামর্শ নিতে পারেন, সেসব দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে কিনা, বা তাদের ভুমিকা কি? যেমন পাকিস্থানে একটি ছাড়া অন্য কোন দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই, আছে পোষ্টগ্রাজুয়রট মেডিকেল স্কুল বা ইন্সটিটিউট যার কিছু স্বাধীন, কিছু অন্য বিশ্ববিদ্যালয়য়ের অধীন। কাজেই আসুন মাথা খাটাই, শুধু আবেগ নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.