saving the world by sleeping
সেই সময়ের কথাগুলো মনে পড়ে যায় যখন মাসুদ রানা বা তিন গয়েন্দা নিয়ে যে রোমহর্ষ দিনগুলো কাটাতাম । কিসের যেন একটা হাতছানি ছিল গল্পগুলোর মাঝে । ব্যাপারটা কি বয়স না মন এটা এখনো ধরতে পারি না । তবে সেই দিনগুলোর মত এখন বোধ করি নেই । সবকিছু ছুটে চলছে ।
চলছি আমিও । চলছি বললে ভুল বলা হবে । দৌড়াচ্ছি । কতদিন যে বইগুলো পড়িনা । তখনতো একটা বই-ই কতবার পড়েছি ।
এখন একটা পাতা পড়তে গেলে চোখের পাতাটাই ভারী হয়ে আসে । মনে হয় একটু ঘুমাই । ঝিমঝিমানিটা এখন আর চলে না । সারাদিন একবারও বুঝি চোখের পাতা দুটা এক করতে পারি কি পারি না । সারাক্ষণ শুধু মনিটরের দিকে চোখ রেখে রেখে চোখের বারোটা বাজাচ্ছি ।
এখন চোখের উপর একটা এক ইঞ্চি পুরু পর্দা । কিছু করার নেই । মস্তিষ্কেও একফোটা শান্তিও দিচ্ছি না । গাণিতিক পরিভাষার জটিল সব জিনিস শুধু ট্রিলিয়ন মাইল বেগে এ মাথা থেকে ও মাথায় ছোটাছুটি করে । এতকিছুর পরও এডভেঞ্চারের তীব্র নেশা থেকে বের হয়ে আসতে পারলাম না ।
একটা অভিযান করেই ফেললাম ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।