আমাদের কথা খুঁজে নিন

   

ফেরারী অনন্ত

ভালো। ৩০৫০ সাল সৌরদুপুর ৪ টা, ভয়ঙ্কর এক সৌর ঝর বয়ে যাচ্ছে শনির উপগ্রহ মেগাফক্স ১ এর উপর দিয়ে ,স্বর্ণস্ফুলিঙ্গের মত ঘন্টায় ৭০০ কিমি বেগে ছুটে যাচ্ছে ধুলিকনার ঝড়।একটা রোবো ট্রাইপডের ভেতরে বসে কাচের জানালার দিয়ে বাইরের ঝড় দেখছি আমি।হঠাৎ রেডিও ওয়েভে বার্তা ভেসে আসল "ম্যাক্সিমাস টেন! ম্যাক্সিমাস টেন! ডু ইউ কপি দিস ইজ বেস রজার" বেস শিপ থেকে বার্তা ভেসে আসে।আমি উত্তর দিই "দিস ইজ ম্যাক্সিমাস, গো এহেড বেস" "ম্যাক্সিমাস টেন তোমার উপর দিয়ে ৩টি রোবোটিক ওয়ারশিপ যাবে,...ওদের টার্গেট মেগাফক্স ১ এ আমাদের পাওয়ার জেনারেটরগুলো......যে কোন মূল্যে ওদের থামাতে হবে!এনগেইজ এন্ড ডেস্ট্রয়" "রজার দ্যাট বেইস আই এম এনগেইজিং" ট্রাইপডটাকে অটো পাইলটমুড থেকে ম্যানুয়াল এ নিয়ে এলাম উইপেন স্ট্যাটাস চেক করে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।