মানুষ কত সুন্দর কিন্তু বাইরে থেকে কিছু বোঝা যায়না। সবাই চাই ভাললাগার কিছু সময় তাই সে আবেগের বিসভূত হয়ে ভালবেসে ফেলে। কিন্তু জীবনে সামান্য কিছু সময় আছে সে ভুল করে ফেলে সেই ভুলের মাসুল দিতে, মানুষ হয় । আসলে এটা কি যৌবনের তাড়না না ভাললাগার কিছু ক্ষন। সামান্য ভূলের কারণে সারা জীবন অন্তরটাকে পুড়াতে হয় বিরহের অনলে।
তখন মানুষ নিজে নিজেকেই ঘৃনা করে অপরাধী বলে ধীক্কার দেয়। মানুষ বোঝেনা একফোটা পানির কত মূল্য। ভালবাসা কি এমনই হয় যে মানুষকে ভুল পথ দেখায়। ভালবাসাই ফেরারী যা মানুষকে একটু সুখ দিলে দিগুন বেদনা দেয়। যা শীতের সকালের মত, যে সকাল স্বর্নালী হয় কিন্তু কিছু ক্ষন পরে মেঘে ঢেকে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।