ক্লান্তি মোর ক্ষমা কর প্রভু
আমার হাটতে খুব ভাল লাগে। তাই যখনই জীবনের বাকে পথ হারিয়ে ফেলি তখনই বাস্তবের রাস্তায় নেমে পড়ি পথ খুজে পাবার জন্যে। কিন্তু হায়, এখানেও আমি পথ হারায়।
অনেকদিন পর সেদিন আবার হাটতে বের হবার সুযোগ হয়েছিল। বেশকিছু দূর হাটার পর ফিরার পথে দেখি পথ হারিয়েছি।
আমি এতটাই অপদার্থ যে একা হাটতে গেলেই আমাকে সবসময় সোজা রাস্তায় হাটতে হয়, একটু ডানে বামে গেলেই পথ হারাই। আর তখন পথ খুঁজে খুঁজে হয়রান হতে হয়।
জীবনের রাস্তাটায়ও আমাকে এমনই ভাবে যেতে হয়। রাস্তাটা একটু অন্যদিকে মোড় নিলেই আমি পথ হারিয়ে ফেলি। কিন্তু জীবনের রাস্তা কি সবসময় সরলরেখায় যাবে?
আর তাই তো বারে বারেই আমি অন্ধগলিতে পথ খুঁজে মরি।
তাও পথের দিশা পাই না।
সবকিছুর একটা সীমা থাকে। আমিও আজ আমার শেষসীমায় পৌছে গেছি। শেষবার যখন জীবনের রাজপথে দিক ভুল করলাম সেইদিনই একই সাথে জীবনে প্রথমবার মানুষের তোয়াক্কা না করে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে গেছি। কতজন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল! শুধু তাকাবার সময় হল না ঐ আকাশে থাকা বিধাতার আর নিচে থাকা সেই
মানুষটার।
সারাজীবন যে সবাইকে খুশি করার প্রাণান্ত চেষ্টা করেছে আজ তাকেই বলা হয় সে নিজের সুখ ছাড়া আর কখনোই কিছু দেখেনি।
বড় অদ্ভুত এই পৃথিবী। অদ্ভুত তার মানুষগুলো।
আর এইদিকে আমার পৃথিবীটা দিনকে দিন ধ্বংস হয়ে যাচ্ছে। মানি আর নাই বা মানি এই দায় হয়ত আসলেই শুধু আমার।
নইলে সবার পৃথিবী যেখানে আজ পূর্ণতা পাচ্ছে সেখানে আমারটাই শুধু কেন খালি হয়ে যাবে? আর তাই হয়ত শাষ্তিও আমি একাই ভোগ করে যাব।
(নিজেকে নিয়ে অনেক বিরক্তিকর লেখা লিখেছি। এটাই আমার নিজেকে নিয়ে শেষ লেখা। এরপর নিজেকে নিয়ে আর কখনো কিছু লিখব না)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।