আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহীর ৪২ কেন্দ্রের ফলে এগিয়ে মোসাদ্দেক

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। রিটার্নিং কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেননি।
তবে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মো. মোসাদ্দেক হোসেন ১৩৭টি কেন্দ্রের মধ্যে ৪২টিতে এগিয়ে আছেন বলে প্রথম আলো ডটকমের কাছে দাবি করেছেন। দাবি অনুযায়ী ৪২ কেন্দ্রে মোসাদ্দেক হোসেন (আনারস) পেয়েছেন ৩৮ হাজার ৯৭৬ ভোট।
আওয়ামী লীগ-সমর্থিত এ এইচ এম খায়রুজ্জামান (তালা) ওই ৪২ কেন্দ্রে পেয়েছেন ২৬ হাজার ৪০৭ ভোট।


৪২ কেন্দ্রের ফলাফলে ১২ হাজার ৫৬৯ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন মো. মোসাদ্দেক হোসেন।
রাজশাহী সিটিতে মো. হাবিবুর রহমান চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কত ভোট পেয়েছেন তা জনা যায়নি।
রাজশাহীতে ৩০টি ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা দুই লাখ ৮৬ হাজার ৯১৭ জন। সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ৬৬ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ১৫৫।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.