সোমবার বেলা ১২টা ১০ মিনিটে বগুড়া সার্কিট হাউজ থেকে তার গাড়িবহর রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন ও সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলমসহ স্থানীয় নেতা ও দলীয় সাংসদরা সার্কিট হাউজে বিরোধী দলীয় নেতাকে বিদায় জানান।
বিকালে রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে ১৮ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন খালেদা জিয়া।
প্রায় সাড়ে তিন বছর পর খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীতে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপার্সনকে স্বাগত জানাতে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ।
ডিজিটাল ব্যানার ও ফেস্টুনে ছেঁয়ে গেছে নগরীর বিভিন্ন সড়ক।
নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাগঞ্জ জেলা থেকে এই সমাবেশে কয়েক লাখ লোক সমাগম হবে বলে আশা করছেন জনসভার আয়োজকরা।
নির্দলীয় সরকারের আন্দোলনে গতি আনতে দেশের ৮ জেলায় জনসভা আহ্বান করেছেন বিএনপি প্রধান। গত ৮ সেপ্টেম্বর নরসিংদীতে প্রথম জনসভা হয়।
রোববার রংপুর জেলা স্কুল মাঠে দ্বিতীয় জনসভা করেন খালেদা জিয়া।
খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরোধী দলীয় নেতা রাজশাহী সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ করে জনসভাস্থলে যাবেন।
উত্তরাঞ্চলে দুই দিনের সফরের উদ্দেশ্যে গত শনিবার রাতে বগুড়া যান খালেদা জিয়া। পরদিন রংপুরে জনসভা করেন। এরপর রাতে আবার বগুড়া ফিরে আসেন।
রাজশাহীর জনসভা শেষ করে সন্ধ্যায় খালেদা জিয়া ঢাকার উদ্দেশ্য রওনা হবেন বলে তার প্রেসসচিব জানিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।