ব্লগিঙ্গে আমি একদমই নূতন। সৃজনশীল লিখা দিয়ে আপনাদের আনন্দ দানই আমার প্রত্যয়। পাশাপাশি সমাজের জড়তা, রূড়তা ,ভন্ডামি,প্রতারণা তুলে ধ রাও আমার লক্ষ্য। বিশ্বে মানবতার বিপর্যয়ও আমাকে বিশ্ববাসী হিসেবে তাড়িত করে । আপনার ও ব্যস্ত জীবনে কিছুটা রং-ছন্দ এনে দিতে পারলে এ সাম্প্রতিক সিন্ধান্ত নিরেট হঠকারীতা,গোয়ার্তুমি,মূর্খতা ও নূতন দূর্ণীতির উৎস,শিক্ষা মানের অবনতি এবং এই নিয়ে উদাসিনতার পরিচায়ক ।
-বিশ্বের কোথাও নেই এমনটি । পশ্চিমা দেশত নয়ই । -বরঞ্চ পরীক্ষা না নেয়া থেকে কঠোরতর পরীক্ষা নেয়াতে এসেছে সবাই,হ্যা, আরো ক্রাইটেরিয়া থাকবে তবে পরিক্ষাই কেন্দ্রবিন্দু। বাংলাদেশে যা হল তা যেন নব্যতর থেকে আদিমের দিকে ঝুকা। যুক্তি আসতে পারে কোচিং বাণিজ্য নিয়ে।
কিন্তু এর জন্যে দায়ি শিক্ষা ব্যবস্হাই নয় কি?
তীব্র প্রতিবাদ জানাই এর, অনতিবিলম্বে এর উপযুক্ত সমাধান কামনা করি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।