প্রায় দু-তিন মাস আগের কথা। অফিস থেকে একটা কাজে নিচে যাচ্ছিলাম। তখন দেখি আমাদের বিল্ডিং এর গার্ড একটা কার্টুন বক্স এর মধ্যে একটি মরা ইদুর আটকে রয়েছে আর কি যেন এক ধরণের হলুদ আঠার মত জিনিস। আমি তাদের জিগ্গেস করলাম কিভাবে ইদুরটিকে আটকালেন? তখন তারা বলল যে এক ধরণের আঠা পাওয়া যায় যা দিয়ে ইদুরের চলাচলের জায়গাতে দিয়ে দিলে ইদুর আঠায় লেগে যায় আর বের হতে পারে না।
পরে আমার আপুও তার অফিসে একই সিস্টেমে ফাদ পেতে ইদুর মারতে দেখে কিছুদিন আগে।
কিছুদিন ধরে আমাদের বাসাতে ইদুরের অত্যাচার পরিমান বেড়ে যায়। অন্যান্য উপায় অনেক চেষ্টা করেছি কিন্তু কোন কাজ হয়নি। তখন আমরা ইদুরের আঠা (!) বাজার থেকে নিয়ে এসে বাসার বিভিন্ন স্থানে যেখান দিয়ে ইদুর বেশি চলাচল করে সেদিকে দিয়ে রাখি এবং উপকার পাই।
ঢাকা শহরের অনেক সমস্যার মধ্যে একটি সমস্যা বাসাবাড়িতে ইদুর। অনেকে অনেকভাবে ইদুর নিধন করে থাকে।
অনেকে সফল হয়, অনেকে হয় ব্যর্থ। মজার ব্যাপার হল, এই আঠাটি শুধুমাত্র ইদুরের আঠা নয়। এটি হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, যা ঐ সমস্ত কাজে ব্যবরিত হয়। কিন্তু ইদুর মারার আঠা হিসেবে বেশ অনেকে ব্যবহার করছেন।
(আপনারা মনে করিয়েন না যে এই পোস্ট এর মাধ্যমে আমি এই আঠার মার্কেটিং করছি।
যারা ইদুরের অত্যাচারে অতিষ্ঠ তারা এটা ব্যবহার করে দেখতে পারেন, কারণ আমি এর উপকার পেয়েছি। ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।