আমাদের কথা খুঁজে নিন

   

রূপকথা

প্রবল আগেই জ্বালানি দিয়েছে অগ্নির প্রয়োজন/দক্ষিন থেকে এসে গেলে তাই বাকিটা সমর্পন/পড়েছিল শব ভাগ্যে প্রাপ্ত দহনযোগ্য তাপ/ফলকের গায়ে লেখা থাকে যেন পাহাড়প্রমান পাপ! মানুষকালের দিন মনে পড়ে-আহা কী জীবন পাতকুয়া,গোলাধান,রোদ্দুরে আমের আচার মঝে মধ্যে তার ফেরা,প্রায় শেষ রাতের দুপুর টুকিটাকি শাড়ি গামছা –পোঁটলায় খেজুরের গুড় তারপর মহামারি,তারপর মরেছে জীবন তারপর নিরুদ্দেশে উজার গ্রামের পর গ্রাম শরীর চিতায় জ্বলে দাও দাও দলবদ্ধ লাশ দলবেঁধে মৃতপ্রাণ –দলবেঁধে করেছে উল্লাস যক্ষ থাকে নির্বাসনে ফিরে আসে মেঘদূতসহ নতুন পুঁটুলি হাতে এসেছে সে নবতর গ্রামে মানুষ কালের দিন ভুলে গেছি,-তোমাকে কি চিনি? কবে যে মরেছি প্রিয়,সে হিসাব আমিই রাখিনি সাধ্যের অতীত তাই অসাধ্যের হাত বেড়ে যায় নেবু পাড়তে সর সর দেশকাল পার হয় সাধ্যাতীত... কোথায় ?... কোথায়......??

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।