আমাদের কথা খুঁজে নিন

   

রূপকথা বলি

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

মায়াবী ধোঁয়া; কলাপসিবল ফটক। নষ্ট কাগজে রূপালী আগুন হিরঞ্চীরা জড়ো হয়ে হাত ঘষে। বিব্রত গল্পকার, কাটা চাকুরী চাই বিজ্ঞাপন। দরজায় পাটের ব্যাগ হাতে পেনশন বাবা ফিরে আসে। কড়ে আঙুলের বোতামে পেঁয়াজের পোয়া কেজির হিসেব মেলে নি।

সহপাঠীর সহোদরা টিউশনীর প্রেমে। ভীতু গল্পকার। অবৈধ গর্ভের ওজনে মৌন সিলিং ফ্যান। মলম ঘষে চশমা চোখ অন্ধ করে ট্যালেণ্টপুল ঘড়ি কেড়ে নিল - তাও ছয় মাস। কাঠালের মাছির গুণ্জনে ত্যক্ত গল্পকার।

জানলা খুলে দেয়। কয়লা খনির রোডে পরিত্যক্ত শ্রমিকদের "বিচার চাই। ফাসী চাই" মিছিলের শব্দ ভেসে আসে। তার চেয়ে এসো রূপকথা শোনাই, মন ঝালাই করি; রাজা আছে রাজ্য আছে, প্রজাদের অনেকে নিয়ন জ্বলা হোটেলে খায় দায়, তারপর উড়ন্ত শকটে পর্বত-মোটেল সাগর-হোটেলে পর্যটনে যায়। -- ড্রাফট ২.২


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।