নিঃস্ব হবো জেনেও, দর্শনার্থী আমি। জগজিৎ সিং এর গজল আমার অসাধারণ লাগে সবসময়েই। প্রায়ই তাঁর গান শোনার সময় খেয়াল করি আমার প্রতিটি ইন্দ্রিয় তাঁর সুরের জালে কাবু হয়ে পরেছে । তাঁর কণ্ঠের মাধুর্য শুধুমাত্র জীবনানন্দের কবিতার সাথেই তুলনা যোগ্য, কি আশ্চর্য দৃশ্যকল্প ! এক ঝাক সাদা বক যেন গভীর নীল আকাশ চিরে উড়ে চলছে - দূর থেকে আরও দূরে। 'সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে' আমাদের ক্লান্ত-স্রান্ত হৃদয়ে জগজিৎ সিং এর একেকটা গজল নীল আকাশ চিরে উড়ে চলা পাখির হাহাকার পুরে দেয়। আর P.B. Shelley এর উক্তি খানার যথার্থতা প্রমাণ করে- " Our sweetest songs are those that tell of saddest thought." "পাখির নীড়ের মত চোখ" - এ চোখ রাখার সুযোগ করে দেয়। মুখমুখি দাঁড়া করায় বনলতা সেনের । আমার খুব প্রিয় একটা গজলের দু- লাইন...... Khulti Zulfon Ne Sikhayee Mausamon Ko Shayaree Jhukti Aankhon Ne Bataaya Maikashi Kya Cheez Hai চারপাশকে কাব্যি শেখাল তোমার খুলতি চুল , ঝুকে থাকা নজর শেখাল মাতালতা কি জিনিস । বি.দ্রঃ অনুবাদ খানা আমার করা, নিজে তৃপ্ত নই তবে চেষ্টা ছিল ষোল- আনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।