ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
হিন্দী গান সাধারণত শোনা হয় না। খুব পছন্দ হলে আর মেলোডিয়াস হলে তবেই শুনি। আর হিন্দী ততটা বুঝি না বলেও হয়তো বা.....
কিন্তু আমি গজল খুব পছন্দ করি। আর তা যদি হয় জগজিৎ সিং আর চিত্রা সিং-এর,তাহলে তো কথাই নেই!
এই গজলটা আমার সব সব সবচাইতে প্রিয় গজলের একটি। এখানে শৈশবকে ফিরে পাবার যে আকুতি......সত্যি আমি চোখ বন্ধ করলেই যেন ছেলেবেলার স্মৃতিতে ফিরে যাই,সেই ছোট্ট আমি......
গানটার প্রতিটা লাইনের আকুলতা আমি যেন নিজের মাঝে উপলব্ধি করতে পারি।
ইয়ে দৌলত ভি লে লো
ইয়ে শহুরত ভি লে লো
ভালে ছিন্ লো
মুঝসে মেরে ইয়ে জওয়ানি
মাগার মুঝকো লটা দো
বাজপান কা শাওয়ান (শ্রাবণ)
ও কাগাজ কি কাসটি,ও বারিষ কা পানি
ও কাগাজ কি কাসটি
ও বারিষ কা পানি । ।
মোহাল্লে কি সাব সে নিশানি পুরানি
ও বুড়িয়া জিসে বাচ্চে কেহতে থি নানী
ও নানী কি বাতো মে পারীও কি ডেরা
ও চেহরে কি ঝুড়িও মে সাদীও কে ফেরা
ভুলায়ে নেহি , ভুল সাকতা হ্যায় কোয়ি
ও ছোটি সি রাতে ও লাম্বি কাহানি. . .
ও কাগাজ কি কাসটি
ও বারিষ কা পানি
ও কাগাজ কি কাসটি
ও বারিষ কা পানি ।
কাড়ি ধুপ মে আপনে ঘর সে নিকাল না
ও চিড়িয়া ও বুলবুল ও তিতলি পাকাড় না
ও গুড়িয়া কি শাদী পে লাড়না ঝাগাড়না
ও ঝুলো সে গিড়না,ও গিড়কে সামহালনা
ও পিতল কে ছাল্লো কে পেয়ারেসে তোপে
ও টুটি হুয়ি চুড়িও কি নিশানি. . . .
ও কাগাজ কি কাসটি
ও বারিষ কা পানি
ও কাগাজ কি কাসটি
ও বারিষ কা পানি ।
কাভি রেতকে উঁচি টিলো পে যা না
ঘারোদে বানানা,বানাকে মিটানা
ও মাসুম চাহাত কি তাসবীর আপনি
ও খাবো খিলোনো কি জাগির আপনি
না দুনিয়া কা গম থা,না রিশতো কা বান্ধান
বাড়ি খুব সুরত থি ও জিন্দেগানি. . .।
।
গানের লিংক-ও কাগাজ কি কাসটি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।