আল বিদা
বিকেএমইএ গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করেছিল জগজিৎ সিং সন্ধ্যার। জগজিৎ সিং যে সবার প্রিয় তা নিয়ে তো আর কারও কোন সন্দেহই নেই। তবুও টিকেট কেটে অনুষ্ঠান দেখতে যাওয়া হয়ে উঠে না।
আমার এক বন্ধু কাজ করে বিকেএমইএ তে। পেপারে জগজিৎ সিং এর অনুষ্ঠানের খবর পড়ে তাকে বলেছিলাম আগ্রহের কথা।
তবে তা ছিল নিছকই ফান। কারন এ ধরনের অনুষ্ঠান শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য হয়ে থাকে। আর আমরা ৯ জনের এক টীম। গেলে সবাই যাব, না গেলে কেউ না - এমন অবস্থা। আর তার পক্ষে তো আর ৯টা পাস ব্যবস্থা করা সম্ভব হবে না।
তবুও সে এ অসাধ্য সাধন করল। সবারই ব্যবস্থা হয়ে গেল।
অফিস থেকে বের হয়ে ৬.৩০ টায় ঢুকে গেলাম হলের ভিতর। ৫/৬ নম্বর সারিতে সবার জন্য সিটও পেয়ে গেলাম। তারপর অপেক্ষা করছি কখন জগজিৎ সিং আসবেন।
এই ফাকে একটু ফ্রেস হয়ে কফি খেয়ে নিলাম। কিছুক্ষন পর বিকেএমইএ প্রেসিডেন্ট আর বানিজ্যমন্ত্রীর আমন্ত্রনে তিনি মঞ্চে আসলেন। সাদা শুভ্র পাজ্ঞাবী পড়া এই ভদ্রলোকের বিনয়ী ব্যবহারে প্রথমেই আমরা মুগ্ধ। তারপর এক নাগাড়ে গান গাওয়া শুরু করলেন। গানের ফাকে ফাকে গানের মর্মটাও বুঝিয়ে দিলেন।
মাঝে হেসে বললেন ১৫/২০ মিনিটের জন্য একটা ৫ মিনিটের ব্রেক নিবেন। গান শুনে ভাল লেগেছে তা তো আর বলার প্রয়োজন নেই। আমার শুধু মনে হল এমন শিল্পীর গান সামনা সামনি শোনা আমার মত মানুষের কালে ভদ্রে হয়। এমনকি হয়ও না। আমার হল।
এ বিরল সৌভাগ্যের কারনে আমি গর্বিত। আর যে বন্ধুর জন্য এই সুযোগ পেলাম তার প্রতি কৃতজ্ঞ তো থাকলামই।
সবাই ভাল থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।