আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষপূর্তি পোষ্ট। সাথে আছে ফড়িং ও পিপড়ার মাথামুন্ডু।

ব্লগে অনিয়মিত। ঈদের ছুটিতে অনেক অনেক ছবি তোলার ইচ্ছে ছিলো। বিশেষ করে ছোট পোকা মাকড়ের ক্লোজ-আপ ছবি বা ম্যাক্রো যাকে বলে আর কি। আমার আশা তেমন পূরন হয় নাই তিনটি কারনে, এক বৃষ্টি, দুই পোকা মাকড়ের অপ্রতুলতা আর প্রচন্ড বাতাস। বাতাসের কারনে যাই দুই একটা পাইছিলাম, ফোকাস করতে পারছিলাম না।

আমাদের এলাকার প্রচুর ফড়িং পাওয়া যায়। তবে ফড়িং গুলো খুবই ভীতু। ৫ হাত সামনে গেলেই উড়ে চলে যায়। এই ভীতুর ভীড়ে একটা ফড়িং পেলাম যে কিনা আমাকে তেমন ভয় পায় নাই। খুব কাছে থেকে ফড়িংটির কয়েকটা ছবি তুললাম।

ফড়িংয়ের মাথাওয়ালা পোষ্ট আমার আগেও আছে, এটা কিন্তু ঐসব ছবির কপি পেষ্ট না। গতকাল ব্লগে দুই বছর পূর্ন করলাম। কিছুই না জেনে হটাৎ করেই ব্লগে জয়েন করে ব্লগ, রাজনীতি, ছাগু, ভাদা, আস্তিক, নাস্তিক, ড্রাফট, সিন্ডিকেট, ব্যান, সেফ, জেনারেল, স্ক্রীনশট, চুশীল, সিটিএন আরো অনেক অনেক কিছুই শিখলাম। ৩২ বছরের জীবনে ৩০ বছরে যতটুকু শিখেছি, গত ২ বছরে তারচেয়ে ঢের বেশী শিখেছি। মাঝে মাঝে মনে হয় ব্লগে না এলে জীবনটাই অপূর্ন থেকে যেত।

এই শিক্ষা আমার প্রাত্যাহিক জীবনে অনেক কাজে দিচ্ছে। ব্লগে আমার সবাই প্রিয়, শুধু ছাগু ভাদা বাদে। তাই নিদৃষ্ট করে কারো নাম উল্লেখ করলাম না। অনেক সুন্দর সুন্দর লেখা পড়ে আফসোস করি, ইস যদি এমন করে লিখতে পারতাম। ------------------------------------------------------------------- প্রথম অংশে ড্রাগন ফ্লাইয়ের ছবি, তার পরে একটু বড় সাইজের পিপড়ার ছবি।

পিপড়ার দাত দেখে কেউ ভয় পাইলে কিন্তু আমি দায়ী না। বাতাসের ও পিপড়ার নড়াচড়ার কারনে ঠিকমত ফোকাস হয় নাই। ১> ২> ৩> ৪> ৫> ৬> ৭> ৮> ৯> ১০> ১১> ১২> ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।