১০। বায়তুল মোকাররম মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। একসাথে ৩০,০০০ মুস ল্লী এখানে নামাজ পড়তে পারে।
ক্রমবর্ধমান লোকসংখ্যার চাপে এর আয়তন বাড়ানো হয়েছে যার ফলে এর ধারণক্ষমতা এখন ৪০,০০০। এটি বাংলাদেশের জাতীয় মসজিদ।
৯। দিল্লী জামে মসজিদ যা তৈরী করেছিলেন মোগল সম্রাট শাহজাহান। মসজিদটি পুরান দিল্লীর চাঁদনীচকে অবস্থিত। এখানে এক সাথে ২৫,০০০ মুসল্লী নামাজ আদায় করতে পারে
৮। ৮ম অবস্থানে আছে শেখ জায়েদ মসজিদ যা সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত।
সংযুক্ত আরব আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতানের সমাধি এখানে অবস্থিত। মসজিদটি ২০০৭ সালে উদ্বোধন হয়।
৭। পাকিস্তানের লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ আছে ৭ম স্থানে। একসাথে ১০০,০০০ মুসল্লী এখানে নামাজ আদায় করতে পারে।
৬। ৬ষ্ঠ স্থানে আছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ফয়সাল মসজিদ যেখানে একসাথে ৩০০,০০০ মুসল্লী নামাজ আদায় করতে পারে । এটি পাকিস্তানের জাতীয় মসজিদ।
৫। মরক্কোর ক্যাসাব্লাংকায় অবস্থিত হাসান II মসজিদ পৃথিবীর ৫ম।
এর মিনার বিশ্বের সর্বোচ্চ। মসজিদটির আর্কিটেক্ট একজন ফরাসী। আটলান্টিকের দিকে মুখ করা এ মসজিদে এক সাথে ১ লাখের ও বেশি মানুষ একই সময়ে নামাজ আদায় করতে পারে।
৪। ইস্তিক্ললাল মসজিদ ইন্দোনেশিয়ার জাকার্তা তে অবস্থিত।
এটি ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ ও। এটী বিশ্বের ৪র্থ মসজিদ।
৩। ইমাম রেজার মাজার যা ইরানে অবস্থিত, যেখানে আছে লাইব্রেরী, মাসজিদ, ডাইনিং সহ অনেক কিছু, এটি বিশ্বের ৩য় মসজিদ। এটি শিয়া মুসলিমদের জন্য।
মসজিদ-এ-নববী
এই মসজিদের কোন পরিচিতির দরকার নাই। মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ নগরী মদিনাতে অবস্থিত আমাদের প্রাণ প্রিয় এই মসজিদে অবস্থিত শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ (সাঃ) এর পবিত্র রওজা মুবারক। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ।
মসজিদ আল-হারাম
পবিত্রতম নগরী মক্কাতে অবস্থিত মসজিদ আল-হারাম যেখানে কা’বা গৃহ অবস্থিত। এখানে প্রতিবছর লাখ লাখ মুস লিম নর-নারী পবিত্র হজ্জ্ব পালন করে থাকেন।
মসজিদ আল-হারাম বিশ্বের বৃহত্তম মসজিদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।