আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচাইতে বড় !!

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়। " আল ইমরান,আয়াত ১৮৫ বিশ্বের সবচাইতে বড় হল ঘর! Basilica of our Lady of Peace, Yamoussoukroo. ভেতরে এক সাথে ১৮০০০ জন বসতে পারেন, আর বাইরে সহ ধরলে ১ লক্ষ লোক বসতে পারেন।

বিশ্বের সবচেয়ে বড় সুইমিং পুল ! World Water Park, এডমন্টন, এলবার্ট, কানাডা। ৫ একরের সম পরিমাণ জায়গা নিয়ে তৈরী। বিশ্বের সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স ! Chicago Merchandise Marট, ইলিয়ন্স, ইউএসএ বিশ্বের সবচেয়ে বড় শপিং মল ! সাউথ চায়না মল, ডংগুয়ান, চায়না। ৬ তলা বিশিষ্ট এই শপিং মল এর মোট ক্ষেত্রফল ৮৯২,০০০ বর্গ মিটার। বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর! জে এফ কে আন্তর্জাতিক বিমানবন্দর, নিউ ইয়র্ক, ইউএসএ।

বিশ্বের সবচেয়ে চওড়া সেতু! সিডনি হারবার ব্রিজ, অস্ট্রেলিয়া। ১৬ লেইন এ গাড়ি চলে, ৮ লেইন উপর তলায়, ৮ লেইন নীচ তলায়। বিশ্বের দীর্ঘতম সেতু ! ডংঘাই সেতু, চায়না। ৩২.৫ কিলো মিটার দীর্ঘ !! বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ ! MS Freedom of the Seas, ৪৩০০ যাত্রী ধারণ ক্ষমতা ! বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ ! এয়ারবাস এ ৩৮০, সাধারণ তিন শ্রেণীর হিসেবে ৫২৫ জন আর পুরো ইকোনমি ক্লাস হিসেবে ৮৫৩ জন যাত্রী ধারণ ক্ষমতা ! বিশ্বের সবচেয়ে বড় বাস ! Neoplan Jumbo-cruiser, একের ভেতরে দুই বাস, দ্বিতল, ১৭০ জন যাত্রী ধারণ ক্ষমতা। বিশ্বের সবচেয়ে উচু মূর্তি ! ক্রাইস্ট দ্য রিডিমার, রিও ডি জেনিরো, ব্রাজিল।

বিশ্বের সবচেয়ে উচু ভবন ! বুর্জ খলিফা, ৯০০ মিটার উচ্চতা। বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ ! Palace of the Parliament, বুখারেস্ট, রোমানিয়া। ৫০০ এর অধিক শয়ন কক্ষ, ৫৫ টি রান্নাঘর, ১২০ টি বসার ঘর। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম ! মারাকানা স্টেডিয়াম, রিও ডি জেনিরো, ১৯৯,০০০ দর্শক ধারণ ক্ষমতা। বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল স্টেডিয়াম ! নিউ ওয়েম্বলে স্টেডিয়াম, লন্ডন।

৯০,০০০ দর্শক ধারণ ক্ষমতা, ১.৬ বিলিয়ন ইউ এস ডলার ব্যায়ে নির্মিত। বিশ্বের সবচেয়ে জটিল ইন্টারচেঞ্জ ! আন্তরাষ্ট্রীয় ১০ ইন্টারচেঞ্জ, হাউসটন, টেক্সাস। বিশ্বের সবচেয়ে বড় খনন যন্ত্র ! জার্মানির KRUPP কোম্পানির তৈরী এই খনন যন্ত্রটির ওজন ৪৫,৫০০ টন, ৯৫ মিটার উচু আর ২১৫ মিটার দীর্ঘ। বিশ্বের সবচেয়ে বড় মসজিদ ! শাহ ফয়সাল মসজিদ, ইসলামাবাদ, পাকিস্তান। ভেতরে ৩৫,০০০ এবং বাইরে সহ মোট দেড় লক্ষ মুসল্লী একসাথে নামাজ পড়তে পারেন।

(তবে গুগলে সার্চ দিয়ে এই তথ্যের ব্যাপারে একটু দ্বিধান্বিত) বিশ্বের সবচেয়ে বড় হোটেল ! এমজিএম গ্র্যান্ড হোটেল, লাস ভেগাস। ৬,২৬৭ টি রুম আছে এতে। বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল হোটেল ! বুর্জ আল আরব, দুবাই,বিশ্বের একমাত্র ৭ তারকা হোটেল, সবচেয়ে সস্তা রুমের এক রাতের ভাড়া এক হাজার ইউএস ডলার আর রাজকীয় স্যুট এর প্রতি রাতের ভাড়া ২৮,০০০ ইউএস ডলার ! বিশ্বর সবচেয়ে বড় গির্জা ! উইনারস চ্যাপেল, ক্যানাল্যান্ড, ওট্টা, নাইজেরিয়া। ভেতরে ৫০,০০০ আর বাইরে সহ মোট আড়াই লাখ এক সাথে উপাসনা করতে পারেন। বিশ্বের সবচেয়ে বড় রোমান ক্যাথলিক ক্যাথ্রেডাল।

আইভরি কোস্ট এ অবস্থিত। ছবি ও তথ্যসূত্রঃ ইন্টারনেট  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.