আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের একমাত্র

মাটি ও মানুষ বাংলাদেশ পৃথিবীর একমাএ ব দ্বীপ দেশ। ঢাকয় যত মসজিদ আছে পৃথিবীর অনেক দেশে তত পরিবার নেই। কক্সবাজার সমুদ্র সৌকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৌকত। *আব্রাহাম লিংকন একমাত্র প্রেসিডেন্ট, যাঁর নামে কোনো প্যাটেন্ট আছে। লিংকন জাহাজ টেনে তোলার একটি হাইড্রোলিক যন্ত্র আবিষ্কার করে এই প্যাটেন্ট লাভ করেন।

১৭৩০ সালের আগ পর্যন্ত ভারত ছিল হীরা প্রাপ্তির একমাত্র উত্স। অ্যান্টার্কটিকা একমাত্র মহাদেশ, যেখানে কোনো সাপ বা সরীসৃপ নেই। ফ্রাংকলিন রুজভেল্ট একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি চারবার নির্বাচিত হয়েছেন। জিরাফই একমাত্র প্রাণী, যার জন্মের সময়ই শিং থাকে। গ্রোভার ক্লিভল্যান্ড একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি হোয়াইট হাউসেই বিয়ে করেছিলেন।

হাওয়াই যুক্তরাষ্ট্রের একমাত্র রাজ্য, যেখানে কফি জন্মে। জেমস বুচানন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি বিয়ে করেননি। লিবরা বা তুলা হচ্ছে রাশিগুলোর একমাত্র প্রতীক, যা জড় পদার্থ। লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া একমাত্র রাজধানী, যেটির নামকরণ কোনো মার্কিন প্রেসিডেন্টের (জেমস মনরো) নামে হয়েছে। মানুষ বাদে ব্লাড হাউন্ড একমাত্র প্রাণী, মার্কিন কোর্টে যার সাক্ষ্য গ্রহণযোগ্য।

পেঙ্গুইন একমাত্র পাখি, যেটি সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারে না। এ ছাড়া এটি একমাত্র পাখি, যেটি ঋজু ভঙ্গিতে হাঁটে। চার (Four) একমাত্র সংখ্যা, ইংরেজিতে যা লিখতে একই সংখ্যক অক্ষর লাগে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.