সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
আজ রাতে জার্মানীর একটি প্রধান টেলিভিসন চ্যানেলে প্রথম বিশ্বের দরিদ্রদের জন্যে তৃতীয় বিশ্বের ক্ষুদ্রঋন শিরোনামে একটি প্রতিবেদন দেখানো হয়। প্রতিবেদনে দেখানো হলো, এক আমেরিকান মহিলা ওখানকার সদ্য খোলা গ্রামীন ব্যংক থেকে এক বাংলাদেশী কর্মচারীর কাছ থেকে তিন হাজার ডলার ঋণ গ্রহন করছেন। ওখানাকার গরীর মহিলাদেরকে বাংলাদেশের মতো একই শর্তে ঋণ প্রদানের জন্যে শাখা খোলা হয়েছে। আরো কিছু গরীব মহিলার সাক্ষাতকার নেয়া হয় যারা এধরণের ঋনের জন্যে আবেদন করেছেন। পাশাপাশি সেই ব্যংকের আমেরিকার কর্মকর্তা ও ড ইউনুসের একটি সাক্ষাতকারও দেখানো হয় প্রতিবেদনে।
বলা হয়, জার্মানী সহ ইউরোপের বিভিন্ন দেশে গ্রামীন ব্যংকের শাখা খোলার পরিকল্পনা রয়েছে। এই সংবাদটি বাংলাদেশের জন্যে বিরল এক সাফল্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।