আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে...!
দূরের বাতিঘর
বিশ্বখ্যাত মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত পরামর্শদাতা ‘মার্সার’ সম্প্রতি দুনিয়া-জুড়ে যে পরীক্ষা চালিয়েছে, তার মার্কশিট বের হয়েছে। বিশ্বের ২২০টি দেশের কয়েকশ মেগাসিটি বা মেট্রো শহর নিয়ে জরিপ চালিয়েছে মার্সার। সংস্থাটি জানিয়েছে, পরিকাঠামো, পরিষেবা, পরিবেশ ও বাসযোগ্যতার বিচারে বিশ্বের সবচেয়ে সুন্দর ও বাসযোগ্য শহর হলো অস্ট্রিয়ার ভিয়েনা। দুই নাম্বারে রয়েছে সুইটজারল্যান্ডের জুরিখ এবং তিন নাম্বারে নিউজিল্যান্ডের অকল্যান্ড। ওই শহরগুলোতে মানুষের জীবনে দুঃখ কম, কষ্ট কম, অপরাধ নেই বললেই চলে।
পুলিশের কাছে অভিযোগের পরিমাণও কম। সরকারের প্রতি নাগরিকদের ক্ষোভ নেই বললেই চলে। শহরবাসী প্রাইভেট নয়, পাবলিক ট্রান্সপোর্ট বা সরকারি গণপরিবহণ ব্যবস্থায় স্বচ্ছন্দে যাতায়াত করে। প্রথম দশে থাকা বিশ্বের বাকি শহরগুলোর মধ্যে চার নাম্বারে রয়েছে জার্মানির মিউনিখ, কানাডার ভ্যাঙ্কুভার পাঁচ নম্বরে। ছয় নাম্বারে জার্মানির ডুসেলড্রফ, ফ্রাঙ্কফোর্ট সাতে, জেনেভা আট নাম্বারে, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন নয়, অস্ট্রেলিয়ার সিডনি ও সুইটজারল্যান্ডের বার্ন রয়েছে যৌথভাবে ১০ নাম্বারে।
আর আমাদের ‘ডিজিটাল’ কিংবা ‘বদলে দেয়ার’ আশায় দিন গোনা বাংলাদেশ খার্তুমেরও পরে। সুদানের রাজধানী খার্তুম রয়েছে ২১৭ নাম্বারে....!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।