পারিবনা পারিবরা এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখ শতবার। আমি কিছুই পারিনা চেষ্টায় আছি কিছু পারার কিছু করার যদি খোদা থাকে সাথে। কেউ ফেবুতে ক্যাচাল করতে চাইলে fb.com/kalochita ব্লগার মামুন হতভাগা ব্লগে বাংলা সিনেমা রিভিউ : সস্তা জনপ্রিয়তার সিড়ি নাকি দেশী সিনেমা ধ্বংসের নীলনক্সা নামে একটা পোষ্ট প্রসব করে । পরে আমার চোখে পরে লেখাটি পরে আমি এর গঠন মূলক মন্তব্য করি কিন্তু এই আমার মন্তব্য দেখে মাইনকা চিপার মাঝে পরে কিছু মন্তব্য ডিলেট করে দেই আবার ১ টা না ২টা রাখে যে গুলা ওর মন মত হইছে। যাই হোক উনি আমাকে ব্লকিং করেছেন তা আমি ফিরতি কমেন্ট করতে গিয়ে দেখতে পায় । নিচে লেখা আছে আপনার মন্তব্য করার অনুমতি নাই । জানি তারা এইটার উত্তর কোন দিনিই দিতে পারবেনা তার মত কিছু ব্লগার শস্তা পোষ্ট দিয়ে বেশি হিট কামাইতে চায় । যাই হোক আমি কোন দিন দেখিনায় সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন কিন্তু আজ কেন জানে দেখলাম আর সাথে সাথে প্রথম স্থানেয় মামুন হতভাগার নাম । কিন্তু ওনি আমাকে ব্লক করে ওনি আমার ব্লগে কি করে এইটা জাতি জানতে চাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।