আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!
“ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার হাসান মাহবুব এবং ব্লগার সমুদ্র কন্যা । ব্লগের সবার প্রিয় একটি বিবাহিত জুটি। তাদের সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তাদের একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে।
আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তাদের বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তাদের কাছে জানতে চাইবো। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।
আমার সাথে কফি আড্ডাই অত্যন্ত বিনয়ের সাথে উনারা দুইজন সময় দিয়েছেন। যার কিছু অংশ আপনাদের সাথে নিচে শেয়ার করলাম।
আপনারা কেমন আছেন ?
হামা ভাই- আমি ভালো নেই সেও ভালো নেই, দুজনে মিলে ভালো আছি।
সমুদ্র কন্যা আপু- কেমন আছেন প্রশ্নের উত্তরে ছোট্ট হেসে বলতে হয় ‘ভালো আছি’ হ্যাঁ ভালো আছি।
অন্তরঙ্গ আলাপনে এসে আপনাদের কেমন লাগছে?
হামা ভাই- নিজেকে মঙ্গলগ্রহ মনে হচ্ছে।
সমুদ্র কন্যা আপু- কিছুটা অস্বস্তি লাগছে।
সামুর সাথে আপনাদের পরিচয় কি ভাবে?
হামা ভাই- অভ্র যখন প্রথম এলো, তখন রানা ভাইয়াকে দেখতাম বাংলায় স্ট্যাটাস দিতে।
সে সচলায়তনে লিখতো। আমি এসব লেখা এবং লেখালেখির ব্যাপারে জানতে চাইলে সে অভ্র এবং ব্লগের কথা জানায়। আমি কিছু ব্লগ সার্চ দিয়ে সামুটা পছন্দ করি, সেখানেই থিতু হই।
সমুদ্র কন্যা আপু- আমার দুলাভাই ব্লগে ছিলেন। তাঁর কাছ থেকেই জেনেছি, ২০০৭এ।
সে সময়ে একটা নিক খুলেছিলামও, ‘অজন্তা’ নামে। দু-তিন মাস পরেই আগ্রহ চলে গিয়েছিল বলে সেটা আর চালানো হয় নি। তারপর ২০০৯ এ এসে সময় কাটাতে সমুদ্র কন্যা নিকটা খুলি। সেটাই চলছে।
আপনাদের দুজনের পরিচয় কি ভাবে?
হামা ভাই- ব্লগ থেকে ফেসবুক।
প্রথম দেখা ইনসমনিয়াক ক্লাবের গেট টুগেদারে।
সমুদ্র কন্যা আপু-সামুতেই, তারপর ফেসবুকে, প্রথম দেখা ২০১০ এর ১৬ই ডিসেম্বর, ইনসমনিয়াক ক্লাবের গেট টুগেদারে।
কে প্রথম কাকে প্রফোজ করেছেন?
হামা ভাই- আসলে আমরা কেউ কাউকে সেভাবে প্রপোজ করি নি। ভালো লাগা থেকে ভালোবাসা নিজের তাগিদেই ঢুকে গিয়ে দুটি মন এক করে দিয়েছিল। ইহা একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া।
সমুদ্র কন্যা আপু- যদ্দূর মনে পড়ে দুজন একসাথেই ঠিক করেছিলাম, ‘এসো প্রেম করি’। আর প্রেম হয়ে গেল!
আপনাদের ছোট পরিবারে কে কে আছেন?
হামা ভাই- বাবা, মা, ছোটভাই এবং আমরা তিনজন।
সমুদ্র কন্যা আপু- আমরা তিনজন, আমার শ্বশুর-শাশুড়ী আর আমার দেবর।
বাচ্চা কেমন আছে?
-একটু ঠান্ডা লেগেছিলো। এখন ভালো।
আলহামদুলিল্লাহ ভালো আছে।
আপনাদের নিজস্ব পরিবার সম্পর্কে বলুন? নিজ নিজ পরিবার।
হামা ভাই- আমার বাবা একজন ইঞ্জিনিয়ার। মা গৃহিনী। ভাই এমবিএ করছে।
সমুদ্র কন্যা আপু- আমার মামণি-আব্বু আর দুই বোন এক ভাই মিলে আমাদের পরিবার। আমার আব্বু রিটায়ার করেছেন দুই বছর হলো, মামণি এখনও রিটায়ার করেন নি, হাউজওয়াইফদের রিটায়ারমেন্ট নেই কিনা! আমি মেঝো, সাড়ে চার বছরের বড় আমার বোন আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু এবং গাইড। বরের সাথে দেশের বাইরে আছে ছয় বছর হলো। খুব মিস করি ওকে প্রতিটা কাজে। ছোট ভাই অনেক ছোট, সাত বছরের পার্থক্য।
তবে সেও আমার খুব বন্ধু।
অবসর সময়ে কি করতে পছন্দ করেন?
হামা ভাই -সিনেমা দেখতে, বই পড়তে।
সমুদ্র কন্যা আপু-অবসর খুব একটা পাই না এখন। আর পেলেও...ঠিক নেই আসলে। আগে ছবি আঁকতাম, বই পড়তাম।
এখন বড়জোর মুভি দেখি।
ভাবীর/ভাইয়ার(দুজনের) কোন বিষয়টা আপনার পছন্দের?
হামা ভাই-সেও ব্লগার, সেও ভালো লেখে এটা আমার বেশি পছন্দ। আমাকে বুঝতে হলে এমন কাউকেই দরকার ছিলো।
সমুদ্র কন্যা আপু-কোন বিষয়টা পছন্দ নয় জিজ্ঞেস করলে এক গাদা কথা বলা যেতো, কিন্তু পছন্দ...বিয়ের আগে ওকে যেমন দেখেছি বা ভাবতাম, বিয়ের পরে একসাথে থাকতে যেয়ে দেখলাম অনেক কিছুই মেলে না। একেবারে উল্টো।
ওর মধ্যে একটা শিশুসুলভ ব্যাপার আছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা বেশ লাগে!
আপনাদের প্রিয় রং কি?
হামা ভাই -সবুজ
সমুদ্র কন্যা আপু- হলুদ, সবুজ......আর যেকোন উজ্জ্বল রঙ।
আপনাদের প্রিয় ফুল কি?
হামা ভাই-জানি না।
সমুদ্র কন্যা আপু- যেকোন সাদা ফুল (রজনীগন্ধা বাদে)
আপনাদের প্রিয় খাবার কি?
হামা ভাই-কাচ্চি বিরিয়ানী।
সমুদ্র কন্যা আপু- প্রিয় বলতে কি খেতে খুব ভালবাসি এমন? খুঁটিনাটি নিয়ে লিস্ট করলে অনেক লম্বা লিস্ট হয়ে যাবে যে! এই মূহুর্তে মনে পড়ছে মুরগী ভাজার কথা (গতকাল থেকে খেতে খুব ইচ্ছে হচ্ছে , তবে ডায়েটিং চলছে বলে ইচ্ছেকে দমিয়ে রেখেছি )
প্রিয় ব্যক্তিত্ব কে?
হামা ভাই- বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান
সমুদ্র কন্যা আপু- আমার বড় বোন।
পছন্দের গান ?
হামা ভাই- অসংখ্য
সমুদ্র কন্যা আপু- গান কি আলাদা করে পছন্দের বলা যায়! যখন যেটা শুনতে ভাল লাগে।
একটা সময়ে ‘আমি যদি ডুইবা মরি’ এই গানটা সারাক্ষণ শুনতাম। এখনও ভাল লাগে, তবে এখন আর শোনা হয় না তেমন। ইদানিং শুনছি চিরকুট, জলের গান।
দেশের বর্তমান পরিস্থিতিনিয়ে আপনাদের অভিব্যক্তি কি?
হামা ভাই-নির্বাচন নিয়ে জটিলতা আগ্রহের সাথে পরখ করছি, কিন্তু ছোপ ছোপ রক্ত এসে চোখ ঢেকে দিচ্ছে।
সমুদ্র কন্যা আপু- মাঝে মাঝে খুব হতাশ লাগে এবং আতংকিতও লাগে।
যাদের হাতে দেশ আছে বা যাচ্ছে তারাতো আসলে দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবে নি কখনো। ভেবেছে নিজের জন্যই। তবে এটাও আশা করি দেশের জন্যই ভাবে এমনই কেউ একদিন আসবে।
বর্তমান সময়ে সামু কেমন লাগছে?
হামা ভাই- আগের চেয়ে অনেক ক্লিন, শান্তিপূর্ণ, তবে জমজমাট না, এছাড়াও নানা টেকনিক্যাল ফল্টে জর্জরিত।
সমুদ্র কন্যা আপু- ব্লগের প্রতি খুব একটা আগ্রহ পাই না এখন আর।
যদিও অনলাইনে বসলেই একটা আলাদা ট্যাবে সামু ওপেন করাই থাকে, তবে সেভাবে কিছু পড়া হয়ে ওঠে না, আর পড়লেও কমেন্ট করতে আলসেমী লাগে খুব।
অনেক কে বলতে দেখা যায় সামু আর আগের মত নাই ইত্যাদি ইত্যাদি এ ব্যাপারে আপনাদের অভিমত কি?
হামা ভাই- কোন কিছুই আগের মত থাকে না। সবকিছুই সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আমি ৫ বছর ধরে একই কথা বলতে দেখেছি বিভিন্ন প্রজন্মের ব্লগারদের। ব্লগে তো কেউ আর চিরদিনের জন্যে আসে না।
নানা ব্যস্ততায় হারিয়ে যেতে হয়। তখন সেই সময়কার একজন ব্লগার হারিয়ে যাওয়া ব্লগারদের কথা ভেবে হাপিত্যেশ করেন। কিন্তু নতুন্দের ভালো লেখা পড়ার ব্যাপারে উৎসাহ দেখা যায় না কারো। আবার এই নতুনরাই নতুন ছন্দে ব্লগকে মাতিয়ে তোলে। কিছুদিন পর উৎসাহ মরে গেলে তাদের মধ্যেও এমনতর প্রতিক্রিয়া দেখা যায়।
ততদিনে আবার নতুন একদল চলে আসে। ব্লগিংয়ে এই বিভিন্ন জেনারেশনের সাথে খাপ খাইয়ে নেয়াটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এটা ঠিক, ফেসবুকে ইজি লাইক আর ফলোয়ারদের তোষামোদে অনেক ভালো ব্লগারই মজে গিয়ে আর ব্লগিং করতে তেমন উৎসাহ পান না। যার ফলে একটা শূন্যতা তৈরি হয়েছে। তবে ব্লগ অন্তঃপ্রাণ মানুষেরো অভাব নেই, তাই কখনো আশা হারাই না।
সমুদ্র কন্যা আপু- সামু আগের মত নেই, চার বছর আগে যখন শুরু করেছিলাম, সেই সময়ের মত। সে সময়ে যাদের পেয়েছিলাম তাদের খুব আন্তরিক মনে হতো, ব্লগিং এর প্রতি, লেখালেখির প্রতি, সহব্লগারদের প্রতি। সামু একটা চমৎকার ছোট্ট সবুজ ঘর ছিল আমার কাছে। এখনও হয়তো নতুন যারা আসে, তারা তেমন কিছু তৈরি করে নেয়। অনেকদিন ধরে অনিয়মিত বলে সেটা আমার আর সেভাবে দেখা হয়ে ওঠে নি।
----------------------------------------------------------------------------------
প্রিয় ব্লগার এবার আপনাদের প্রশ্নের উত্তর দিবেন উনারা দুইজনে। আর একটা কথা হাসান মাহবুব ও সমুদ্র কন্যা আপু ব্যস্ততার জন্য বেশিক্ষণ থাকতে পারবেন না। তাই উনারা সময় করে এসে উত্তর দিয়ে যাবেন।
আর পুরো ব্যাপারটাই লাইভ। আবার বলে নেই আমি থাকবো কোন অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে।
ধন্যবাদ সকলকে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।