আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার রংধনু সহ যেইসব ব্লগার প্রভাকে নিয়ে পোস্টান তাদের জন্য কিছু কথা!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

প্রথমে তার যে আমার নিম্নোক্ত কমেন্ট: আগে তুমারে একখান মাইনাস দিয়া লই। শুনো একখান কথা কই! রংধনু নামের একনিক যে হইলো আদতে মুসলমান। প্রত্যেকদিন ফজরের নামাজের সময় উইঠা নামাজ পড়ে তারপর কম্পিউটার খুলে আর প্রভার ভিডিও আরেকবার ফিনিশিং দেয়। তারপর প্রভার চেহারায় অবসেসড হইয়া গুগলিং করে তার খবর চেহারা সবই দেখে, আফসোস বাড়ির ঠিকানা জানেনা না, জানলে বাড়ির সামনে গিয়া ঈভটিজিং বা যাই হোউক কিছু করনের উপায়ও ছাড়তো না।

যৌবনের মাথার চাউর আর কি! সমস্যা হইলো এইটা যদি একটা যৌনপীড়িত পোলার হইতো তাইলে কথা আছিলো, মাগার আমাদের বাঙ্গালী মুসলিম সমাজে এমুন ছাগুটাইপ অনেক আছে জামাত শিবিরে গন হারে আছে। হিজবুতী ছাগুগুলান অবশ্য এতো ছাগুটাইপ না, তারা ইদানিং ব হির্বিশ্বের সাথে তাল মিলাইয়া ছাগুগীরি করে। এখন ধরেন আমরা চোখ বন্ধ কইরা রাখলাম তাইলে কি হইবো? এখন যেমন ঈভটিজিং যেমুন বাড়ছে তখন দেখা যাইবো বাড়ির সামনে এসব নামাজ পড়নে ওয়ালা অথবা কথায় কথায় ইসলাম মুখেনিয়া মনের মধ্যে আকাম করনে ওয়ালা পুলাপান গলির কুনায় খাড়ায় থাকতে দেখা যাইবো! রংধনু যদি তুমার এই চরিত্র নিয়া একখান সাইকো টাইপের মুভি করি তাইলে তুমি আমারকি করবা? ১) আমারে তুমি তুমার ব্লগে ব্লক করবা। কথা হইলো নিজের দিকে একবার চাইয়া দেখো। তুমি কেটা? তুমি ব্লক করলেই না করলেই কি? ২) তুমি আমারে নিয়া ব্লকে পুস্টাইবা গালাগালি পাইরা।

যেই পোলার দৌড় গুগলিং কইরা ফটো দেখা আর বাড়ির ঠিকানা খোজা সেই পোলারে ডর করি না! ৩) তুমি আর কিছুই করতা পারবা না। আর আমি? তুমার বাড়ির ঠিকানা বা তুমার খোজ পাইলে জায়গায় দেইখো, দেশে আইলে আমি এইটাও করতে পারুম! পারসোনালী দেইখো না। আমিও একটা উদাহরন দেখাইলাম। এই প্রভার ভিডুর কাহিনী নিয়া তুমি যে এতো পুষ্টাইছো তা নিয়া আমার মেজাজ খিচা আছে, এইখানে অনেকেই ব্লগিং করে, যৌবনজ্বালা ওয়েবসাইট কিন্তু না এইটা। ঐখানে যাইয়া তুমার এইসব পুস্ট দাও! মানুষের ইদানিং রুচী কুন জায়গায় গেছে বুঝি না।

কুনটা কার নিক, কেডা রিভার্স খেলে সেইটাও জানার ইচ্ছা নাই। মাগার ইসলামী মাইন্ডেড অথবা নন মাইন্ডেড দেখি কয়টা নিক আছে, কাম নাই খাইয়া লইয়া প্রভারে নিয়া বোলগায় তার ভিড্যু তে কি দেখে সেইটা নিয়া কথা কয়! এই ফান্দে পইড়া দেখা যায় মুন্নার মতো ম্যাট্রিক পাশ করা পুলাপান কমেন্ট করে সেই ভিডুর কন্টেন্ট লইয়া আর তার কমেন্ট নিয়া ভার্সিটি পাশ দেয়া অথবা বিবাহিত কোনো বড় ভাই আলোচনা করে তখন মনে হয় মানুষের মন মানসিকতা কই গেছে? মনে হইতাছে এইসব ভিড্যু বা কালচার আমরা আরো উদ্বুধ্ধ করতাছি অথবা এইসব দেখাটাও উদ্বুধ্ধ করতাছি! আর সামুর মডুগুলান মনে হয় ডাইল খায়, তাগো চোখের সামনে নারী জাতীর এহেন অবমূল্যায়ন লইয়া পোস্টায় আর ব্যাটারা মনে হয় ডাইল খাইয়া ঘুমায়! মনে হয় মডু প্যানেলে কুনো মাইয়া নাই! যাই হোউক, অখন আমি জেনারেল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.