পরির্বতনের সময় এখন.... কিছু কথা যায় না বলা জমে থাকা কষ্টের মেলা, হরেক রকম সদাই চলে কষ্টের সদাই কেইবা কিনে। কিছু কথা যায় না বলা ফেরি করতে যায় যে বেলা, কে নেবে ভাই, কে নেবে ভাই আমি যে ভাই কষ্টের ফেরিওয়ালা। কষ্ট কিনি, কষ্ট বিকি কষ্ট নিয়েই সদাই করি, এ বেলা যায়, ওবেলা যায় কষ্টের বিকি হয় নারে ভাই। পথে পথে যায় যে বেলা শূন্যের ঘরে বিকির খাতা। তারিখঃ ২৫-০৮-২০১২ সময়ঃ ৪.৩০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।